রিয়াল মাদ্রিদের নতুন ইতিহাস!

রিয়াল মাদ্রিদের নতুন ইতিহাস!

২০২৩-২৪ মৌসুমে তিনটি শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। এগুলো হলো স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ সুপার কাপ এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ। মাঠের খেলায় দারুণ একটি মৌসুম কাটানোর পর এবার আর্থিক দিকে দিয়েও ইতিহাস গড়ল কার্লো আনচেলত্তির অধীনে থাকা লস ব্লাঙ্কোসরা।

২০২৩-২৪ অর্থবছরে ১০৮ কোটি ইউরো আয় করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার এক বিবৃতিতে স্প্যানিশ লা লিগা তথা বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে। এর মাধ্যমে প্রথম কোনো ফুটবল ক্লাব হিসেবে এক অর্থ বছরে ১০০ কোটি ইউরোর বেশি আয়ের কৃতিত্ব দেখাল ম্যান ইন হোয়াইটরা।

নিজেদের এই আয়ে খেলোয়াড় বিক্রি থেকে অর্থের হিসেব ধরেনি রিয়াল মাদ্রিদ। কর দেওয়ার পর সবশেষ অর্থ বছরে ৬০ লাখ ইউরো আয় করেছে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটি। যা গত মৌসুমের চেয়ে ৩২ শতাংশ বেশি। এমনটাই জানিয়েছে মাদ্রিদের প্রতিনিধিরা।

ফোর্বসের হিসেব বলছে, বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তালিকায় ১১ নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। বিভিন্ন তথ্যমতে, গত মৌসুমে ফোর্বস জানিয়েছে, স্প্যানিশ ক্লাবটির মূল্য ৬০৭ কোটি মার্কিন ডলার।

সম্পর্কিত খবর