আনুষ্ঠানিক শুরুর আগেই প্যারিস অলিম্পিকে বিশ্ব রেকর্ড
প্যারিস অলিম্পিকে আর্চারি ইভেন্টটি এবার বাড়তিভাবে নজর কেড়েছে বাংলাদেশি দর্শকদের। কেননা এই ইভেন্টে অংশ নিয়েছেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিকের এর পর্দা উঠবে আজ (শুক্রবার)। তবে এর আগের দিনই এই আর্চারি দিয়েই আসরটি সাক্ষী হয়ে গেল বিশ্ব রেকর্ডের। আর্চারিতে মেয়েদের বিভাগে র্যাঙ্কিং রাউন্ডে দুই স্বদেশির অলিম্পিকের ও আগের বিশ্ব রেকর্ড ভেঙে দুই অঙ্গনেই নতুন বিশ্ব রেকর্ড গড়লেন লিম শিহন।
শুক্রবার জমকালো এক আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্যারিস অলেম্পিকের। তবে এর আগেই শুরু হয়ে গেছে ফুটবল, রাগবি এবং আর্চারির মতো খেলা। সেখানে গতকাল (বৃহস্পতিবার) মেয়েদের রিকার্ভের এককে প্রথম দিনেই ৬৯৪ স্কোর করে সবাইকে ছাড়িয়ে যান রেকর্ড গড়েন দক্ষিণ কোরিয়ার লিম। এতে তিনি একইসঙ্গে ভেঙেছেন ২০২০ টোকিও অলিম্পিকে গড়া আন শানের ৬৮০ ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে কাং চেইয়োং ৬৯২ স্কোরের বিশ্ব রেকর্ড। যারা দুজনেই লিমের স্বদেশী আর্চার।
লিমের অনন্য এই কীর্তির দিনে দলগত ভাবেও রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। দলগত বিভাগে তাদের মোট স্কোর ২ হাজার ৪৬। যা তাদের অলিম্পিকের সর্বোচ্চ স্কোরের রেকর্ড।
এদিকে লিম ছেকেদের বিশ্ব রেকর্ডের অনেকটাই কাছাকাছি চলে গিয়েছিলেন। একই ইভেন্টে ছেলেদের এককে ৭০২ স্কোর নিয়ে ২০১৯ সালে বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের এলিসন ব্র্যাডি। ২০১৬ সালের রিও দে জেনেইরো অলিম্পিকসে ৭০০ স্কোর নিয়ে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন দক্ষিণ কোরিয়ার কিম উজিন।
প্যারিস অলিম্পিকে গতকাল ছেলেদের রিকার্ভ এককের র্যাঙ্কিং রাউন্ডে অংশ নেন সাগর। ৭২টি তীর ছুঁড়ে সেখানে তার মোট স্কোর ছিল ৬৫২। এতে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম অবস্থানে থেকে প্রথম পর্ব শেষ করেব এই ১৮ বছর বয়সী তরুণ আর্চার। আগামী ৩০ জুলাই এবার সেরা ৩২-এ ওঠার লড়াইয়ে টোকিও অলিম্পিকের রুপাজয়ী ইতালিয়ান আর্চার মাউরো নেসপোলির বিপক্ষে খেলবেন সাগর।