নাদালের মুখোমুখি হতে তর সইছে না জকোভিচের

  • নিউজরুম এডিটর
  • ০৫:৩৫ পিএম | ২৬ জুলাই, ২০২৪

রাফায়েল নাদাল আর নোভাক জকোভিচের দ্বৈরথ প্রত্যাশা যাদের৷ তাদের জন্য অপেক্ষা দুইটা জয়ের। এ যেন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল-আর্জেন্টিনা কিংবা ভারত-পাকিস্তানের মুখোমুখি হয়ে যাওয়া। ঠিক তেমনই বিষয় দেখা যাচ্ছে প্যারিস অলিম্পিকের টেনিসে পুরুষদের সিঙ্গেলসে। দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হওয়ার সুযোগ জোকোভিচ আর নাদালের সামনে। ১৮ বছরে ৫৯ বার দুজন মুখোমুখি হয়েছেন। এবারও হলে তা দুজনের ৬০তম সাক্ষাৎ।

জকোভিচ এবারের মিশন শুরু করবেন অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে। নাদালের মিশন শুরু হাঙ্গেরির মারটন ফুক-সোভিচের বিপক্ষে ম্যাচ দিয়ে। দুজনই এই রাউন্ডে জিতলেই মুখোমুখি হবেন দ্বিতীয় রাউন্ডে।

কোর্টে নামার আগে জকোভিচ জানালেন, নাদালের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন। তার ভাষ্য এটাই যে, ‘দ্বিতীয় রাউন্ডের এই দ্বৈরথের জন্য তর সইছে না আমার। এই লড়াইয়ে আমি আমার সর্বোচ্চটা দিয়ে লড়বো।’

তবে তা ছাপিয়ে তার কাছে বড় হয়ে উঠছে তার দেশের প্রতিনিধিত্ব করার বিষয়টাই। জোকো বলেন, ‘অলিম্পিক গেমসের গুরুত্ব কী, তা আমি জানি। আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি। যা আমার দায়িত্ব বাড়িয়ে দেয়। সঙ্গে আরও বেশি চাপেরও বিষয়টা।’

২০০৮ বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন জকোভিচ। অন্যদিকে নাদাল ২০০৮ বেইজিং অলিম্পিকের সিঙ্গেলসে জিতেছিলেন গোল্ড। ২০১৬ রিও অলিম্পিকে ডাবলসে জিতেছিলেন গোল্ড।

খেলার দুনিয়া | ফলো করুন :