ইরাকের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক আর্জেন্টিনা কোচ

ইরাকের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক আর্জেন্টিনা কোচ

চলমান অলিম্পিকে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে নাটকীয় ভাবে হেরেছিল আর্জেন্টিনা। মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলে হারা সেই ম্যাচটি জন্ম দিয়েছিল নজিরবিহীন এক ঘটনার। তাইতো আজ ইরাকের বিপক্ষে জয়ের বিকল্প নেই আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ মনে করেন সেদিন মাঠে যা হয়েছিল তা অনাকাঙ্ক্ষিত।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাচেরানো জানিয়েছেন, ‘গেল কয়েক ঘণ্টা আমাদের বেশ ভালো কেটেছে। আগের ম্যাচে আমাদের সাথে যা ঘটেছে তা আমাদের খারাপ লেগেছে। যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি তা স্বাভাবিক ছিল না।’

আর্জেন্টাইন কোচ আরো জানিয়েছেন, ‘আমাদের নজর এখন পরের ম্যাচে। আমরা চেষ্টা করব ভালো খেলার এবং ৩ পয়েন্ট নেওয়ার। এটি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য সাহায্য করবে।’

ফুটবলে ভবিষ্যতেও এমন ঘটনা ঘটার শঙ্কা প্রকাশ করেছেন এই কোচ। তার মতে, গত ম্যাচে যা ঘটেছে ফুটবলের জন্য এটি বিপদজনক দৃষ্টান্ত রেখে গেছে।

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭ টায় অলিম্পিকের ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইরাক।

সম্পর্কিত খবর