দাপুটে জয়ে অলিম্পিক শুরু জকোভিচ, আলকারাজ, শোয়ানটেকের
অলিম্পিকের প্রথম রাউন্ডে একই দিনে কোর্টে নেমেছিলেন নোভাক জকোভিচ, কার্লোস আলকারাজ আর ইগা শোয়ানটেক। তিন জনেই দাপুটে জয় দিয়ে শুরু করলেন অলিম্পিক।
রোলাঁ গারোঁয় এই দুই মাস আগেই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন শোয়ানটেক আর আলকারাজ। চেনা কোর্টে দাপটটা ধরে রাখলেন অলিম্পিকেও। ওদিকে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হারা জকোভিচ এবার চাইছেন প্রথম অলিম্পিক সোনাটা জিততে। তার যাত্রাটা শুরু হয়েছে সবচেয়ে দাপুটে ঢঙে।
জকোভিচ সরাসরি সেটেই জিতেছেন। অলিম্পিকের শীর্ষ এই বাছাই অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে হারিয়েছেন এক ঘণ্টারও কম সময়ে। গেম হেরেছেন মোটে একটা। তার স্কোরলাইনটা দেখুন, ৬-০, ৬-১! জকোভিচের মতো অমন দাপুটে না হলেও আলকারাজ লেবাননের হাদি হাবিবের বিপক্ষে আধিপত্য দেখিয়েছেন বেশ। ম্যাচটা জিতেছেন ৬-৩, ৬-১ গেমে।
ওদিকে শোয়ানটেক নেমেছিলেন রোমানিয়ার ইরিনা-ক্যামেলিয়া বেগুর বিরুদ্ধে। সবশেষ ফরাসি ওপেন জয়ী এই তারকা শেষমেশ ম্যাচটা জেতেন ৬-২, ৭-৫ গেমে।