অলিম্পিকের পর ম্যান সিটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন আলভারেজ
দিন তিনেক আগে ক্রীড়াভিত্তিক ওয়েব পোর্টাল দ্য অ্যাথলেটিক তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, ম্যাচে সময় না পাওয়ায় ম্যানচেস্টার সিটি ছাড়তে চান হুলিয়ান আলভারেজ। সেখান থেকেই ফের শুরু এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার সিটি ছাড়ার গুঞ্জন। তবে এবার বিষয়টি নিয়ে কথা বললেন আলভারেজ নিজেই। জানালেন চলমান প্যারিস অলিম্পিকের পর ম্যান সিটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন ২৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।
প্যারিস অলিম্পিকে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ (মঙ্গলবার) ইউক্রেনের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। এ নিয়ে আসরে তিনটি ম্যাচেই নামতে যাচ্ছেন আলভারেজ
ম্যান সিটির সঙ্গে শুরুতে সাড়ে পাঁচ বছরের চুক্তি করেন আলভারেজ। পরে ২০২৩ সালের মার্চে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ান তিনি। সেই চুক্তি অনুযায়ী সিটিজেনদের সঙ্গে ২০২৮ পর্যন্ত থাকার কথা এই আর্জেন্টাইন তারকার। তবে সেটির চার বছর আগেই শুরু হয়ে গেল আলভারেজের ম্যান সিটি ছাড়ার গুঞ্জন।
ইউক্রেনের বিপক্ষে ম্যাচের আগে সিটিতে তার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক কথাবার্তা আছে। আমি এখানে (অলিম্পিক) সময় দিচ্ছি, কারণ এটি একটি ছোট টুর্নামেন্ট। ম্যানচেস্টার সিটিতে আমি খুব ভালো বোধ করি, সেখানে অনেক মিনিট খেলেছি।’
তবে পরক্ষণেই জানান ম্যান সিটি তার কিছু একটা সিদ্ধান্ত নেয়ার আছে। ‘আমি ম্যাচগুলোর পর এটি (ম্যান সিটিতে তার ভবিষ্যৎ) দেখব। আগে সম্ভব হলে কিছুদিনের ছুটি নিব এবং এরপর সিদ্ধান্ত নিব।’