ফরাসি ক্লাবের মালিক হচ্ছেন এমবাপে!

ফরাসি ক্লাবের মালিক হচ্ছেন এমবাপে!

খেলার মাঠে সাফল্য তো কম নেই ফরাসি তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের। সদ্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে তো নিজের ক্যারিয়ারের বড় একটি স্বপ্নও পূরণ হয়েছে তার। এবার একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। তার সিদ্ধান্তটি যেমন অপ্রত্যাশিত তেমন বিতর্কিতও।

ফ্রান্সের দ্বিতীয় স্তরের দল কায়েনকে কিনতে যাচ্ছেন এমবাপে। ফরাসি সংবাদপত্র ‘লে প্যারিসিয়েন’ জানায়, এমবাপ্পে ২০ মিলিয়ন ইউরো খরচায় কায়েনকে কিনছেন। তবে ক্লাব কেনার খবরটি নতুন কিছু নয়। কয়েক মাস ধরে চলছে এই ক্লাব কেনার প্রক্রিয়া।

এমবাপ্পে ক্লাবটির ৮০ শতাংশেরও বেশি শেয়ারের মালিক হতে যাচ্ছেন। ক্লাবটির অধিকাংশ শেয়ারের মালিক ছিল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াকট্রি।

ফরাসি ফুটবল দলের অধিনায়কের সাথে মোনাকো ক্লাবের একটি সখ্যতা রয়েছে। ২০১৩ সালে এমবাপ্পে যোগ দিয়েছিলেন মোনাকোর একাডেমিতে। কথা ছিল এমবাপ্পে এই ক্লাবেই যোগ দেবেন। তার পরিবার এমনটাই চেয়েছিল। সেখানে খেলা না হলেও আজ সেই ক্লাবের মালিকানাই নিজের নামে করে নিচ্ছেন তিনি।

সম্পর্কিত খবর