লা লিগায় নতুন নিয়ম, রেফারির সঙ্গে কথা বলবেন কেবল অধিনায়ক
বিতর্কিত সিদ্ধান্ত, গোল হওয়া না হওয়ার আবেদন, হলুদ কার্ড-লাল কার্ড নিয়ে বিতর্ক, এসব ইস্যুতে ফুটবল মাঠে হরমেশায় রেফারির সঙ্গে ফুটবলারদের কথা কাটাকাটির দেখা মেলে নিয়মিতই। এমনই অনেক সময় তা পৌঁছেছে হাতাহাতিতে। ঘরের মাঠের ফুটবলারদের পক্ষে বিতর্কিত কোনো সিদ্ধান্ত এলে তো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হয়েছে ফিল্ড রেফারিদের। তারই সূত্র ধরে এবার লা লিগায় আসছে নতুন নিয়ম। মাঠে রেফারির সিদ্ধান্ত নিয়ে কেবল অধিনায়কই কথা বলতে পারবেন।
লা লিগায় এমন নিয়ম একবারে নতুন হলেও ফুটবল পাড়ায় যার নজির মিলেছে আগেই। সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে এই নিয়মের বাস্তবায়ন করে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, উয়েফা। এবার সেই নিয়ম চালু হলো আগস্টে শুরু হতে যাওয়া লা লিগার ২০২৪-২৫ মৌসুমেও।
কোনো সিদ্ধান্তের সূত্র ধরে একাধিক ফুটবলার এসে রেফারিদের ঘিরে ফেলার পরিস্থিতি নিয়ে অনেক আগে থেকেই অসন্তোষ জানিয়ে আসছেন তারা। অবশেষে স্প্যানিশ রেফারিদের সভায় সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত নিয়ে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন কেবল দলের অধিনায়কগুলো। এবং কেউ নিয়ম না মানলে তৎক্ষণাৎ দেখবে হলুদ কার্ড।
তবে বিষয়টা বেশ কঠিন হয়ে যাবে যখন দলের অধিনায়ক একজন গোলরক্ষক এবং সিদ্ধান্ত প্রতিপক্ষ দলের ডি-বক্সের দিকে। সেই সম্পর্কে এক প্রতিবেদনে মার্কা বলেছে, লা লিগায় রেফারির সিদ্ধান্তে ওপর কোনো প্রশ্ন থাকলে তা কেবল অধিনায়কই জিজ্ঞেস করতে পারবেন। তবে অধিনায়ক যদি একজন গোলরক্ষক হন সেক্ষেত্রে তিনি একজনকে মনোনীত করতে পারবেন, যে কথা বলবে রেফারির সঙ্গে।
লা লিগার ২০২৪-২৫ মৌসুমে শুরু হতে যাচ্ছে আগামী ১৫ আগস্ট থেকে। সেখানে উদ্বোধনী ম্যাচে খেলবে অ্যাথলেটিক ক্লাব ও গেতাফে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে, আগামী ১৮ আগস্ট এবং নিজেদের প্রথম ম্যাচটি ভ্যালেন্সিয়া বিপক্ষে খেলবে বার্সেলোনা, ১৭ আগস্টে।