৪০০ মিটার মিক্সড রিলেতে নতুন বিশ্ব রেকর্ড যুক্তরাষ্ট্রের 

৪০০ মিটার মিক্সড রিলেতে নতুন বিশ্ব রেকর্ড যুক্তরাষ্ট্রের 

বুদাপেস্টে গত বছর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার মিক্সড রিলেতে ৩ মিনিট এবং ৮.৮০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র। বছর পেরোতেই প্যারিস অলিম্পিকে এবার নিজেদের ছাড়িয়ে গেল তারা। আগের রেকর্ড ভেঙে ইভেন্টটিতে নতুন বিশ্ব রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। 

৪*৪০০ মিটার মিক্সড রিলের হিটেই এই কীর্তি গড়ে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইভেন্টটির দৌড় শেষ করতে যুক্তরাষ্ট্রের দৌড়বিদরা সময় নেন ৩ মিনিট ও ৭.৪১ সেকেন্ড, যা দৌড়ের এই ইভেন্টের নতুন বিশ্ব রেকর্ড। 

অনন্য এই কীর্তিতে দেশকে সাক্ষী রাখতে মিক্সড রিলেতে দৌড়েছেন ভার্নন নরউড, শামিয়ের লিটল, ব্রাইস ডেডমোন এবং কাইলিন ব্রাউন।

এদিকে অ্যাথলেটিকসের এই ইভেন্টে অংশ নেন দুজন নারী ও দুজন পুরুষ দৌড়বিদ। 

প্যারিস অলিম্পিকে এখন পর্যন্ত ৯টি সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। এতে তারা এই মুহূর্তে আছে তালিকার চারে। তবে মোট পদকের হিসেবে ৪৩টি পদক নিয়ে আছে তারাই আছে সবার ওপরে।  

সম্পর্কিত খবর