জার্মানির বর্ষসেরা ফুটবলার ক্রুস
লা লিগার সবশেষ ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ সুপার কাপ, লিগ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ক্লাব ফুটবলকে বিদায় জানিয়ে দেন টনি ক্রুস। এবং পূর্ব ঘোষণা অনুযায়ী ইউরো চ্যাম্পিয়নশিপ দিয়ে বিদায় বলেন পেশাদার ফুটবলকেও। তবে অর্জনের খাতাটা এখনও থেমে নেই এই জার্মান মিডফিল্ডারের। নির্বাচিত হলেন ২০২৪ সালের জার্মানির বর্ষসেরা ফুটবলার হিসেবে।
দ্বিতীয়বারের মতো এই খেতাব পেলেন ক্রুস। এর আগের খেতাবটি জিতেছিলেন ২০১৮ সালে।
ইউরোপিয়ান এই দেশটিতে খেতাবটি যৌথভাবে প্রদান করেন জার্মান ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ও ফুটবল ম্যাগাজিন কিকার। যেখানে কেবল জার্মান ফুটবলারই নয়, বর্ষসেরার জন্য বিবেচিত হন জার্মানিতে খেলা যেকোনো দেশের খেলোয়াড়।
ভোটাভুটির মাধ্যমেই ক্রুস পান এই খেতাব। তিনি পান সর্বোচ্চ ২৮৫ ভোট। এদিকে বায়ার লেভারকুজেনের ফ্লোরিয়ান ভির্তজ পান ২৪৬ ভোট।