মেসিকে নিয়ে সুখবর দিল ইন্টার মায়ামি

মেসিকে নিয়ে সুখবর দিল ইন্টার মায়ামি

চোটের কারণে শুরুতে কোপা আমেরিকা খেলা নিয়েই শঙ্কা ছিল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। এরপর চোট কাটিয়ে মাঠে নেমে আবারও চোটে পড়েন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর্জেন্টিনা মেসিকে ছাড়াই কোপার শিরোপা তুলে ধরলেও মেসির অভাবটা বোধ করেছেন সকল সমর্থক এবং খেলোয়াড়রাও।

এতদিন ধরে জানা যাচ্ছিল, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন মেসি। তাই তার ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে অনুশীলনেও দেখা যায়নি তাকে। তবে এবার প্রায় এক মাস পর মেসিকে নিয়ে সুসংবাদ দিলেন মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো।

মার্টিনো বলেছেন, ‘লিও ঠিক আছে। এখনো জিমে আছে। প্রতিদিনই কিছুটা উন্নতি হচ্ছে। আমরা পুনর্বাসনের যে সময়টা ধরে রেখেছি সে ওটার মধ্যেই ফিরতে পারে।’

পায়ের ব্যাথা ও ফোলা কমার পরই জিমে যাওয়া শুরু করেছেন মেসি, প্রতিনিয়ত নিজের ফিটনেস ফিরে পেতে ব্যায়াম করে যাচ্ছেন তিনি, এমনটাই জানিয়েছেন কোচ।

মেসির পুরোপুরি সেরে উঠতে আরও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে, ইন্টার মায়ামির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। অর্থাৎ মেসিকে আবারও মাঠে খেলতে দেখার জন্য তার ভক্তদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।

সম্পর্কিত খবর