ম্যানচেস্টার ডার্বি দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুম

ম্যানচেস্টার ডার্বি দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুম

আন্তর্জাতিক সকল টুর্নামেন্ট শেষে কয়েকদিন পরই পর্দা উঠছে ক্লাব ফুটবলের নতুন মৌসুমের। ২০২৪-২৫ মৌসুমের অপেক্ষায় আছেন বিশ্বজুড়ে ক্লাব ফুটবল প্রেমীরা। অন্যান্য লিগের তুলনায় ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা এবং উন্মাদনা বরাবরের মতোই থাকে তুঙ্গে। নতুন মৌসুমটা এবার শুরু হচ্ছে ম্যানচেস্টার ডার্বি দিয়ে, কমিউনিটি শিল্ডের ফাইনালের মাধ্যমে। দর্শকদের আগ্রহের পারদ তাই তুঙ্গে!

লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলিতে ইংল্যান্ডের দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হচ্ছে আজ (শনিবার)। বাংলাদেশ সময় ১০ আগস্ট রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ।

কমিউনিটি শিল্ডের এই মঞ্চে ইউনাইটেডের দাপটই বেশি, ইতিহাস তাই বলে। সর্বোচ্চ ২১ বার এই শিরোপা ঘরে তুলেছে রেড ডেভিলরা। যদি সাম্প্রতিক সময়ে ইউনাইটেডের পারফরম্যান্স একদমই আশানুরূপ হয়নি। গেল মৌসুমেও নিজেদের লিগে আটে থেকে শেষ করেছে তারা।

অপরদিকে সবশেষ কমিউনিটি শিল্ডের ফাইনালে আর্সেনালের বিপক্ষে হেরেছিল ম্যানচেস্টার সিটি। সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে সিটিয়ানরা। এবার নিজেদের সপ্তম শিরোপা তুলে ধরতে মরিয়া তারা।
গত মৌসুমটা দারুণ কেটেছে সিটির, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছিল তারা। অর্থাৎ এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ঐতিহ্যবাহী এই শিরোপার লড়াইয়ে ম্যানচেস্টারের দুই জায়ান্টের মুখোমুখি হওয়াটা এই ফাইনালের উত্তেজনা বাড়িয়েছে বহুগুণে। ইতিহাস ইউনাইটেডের পক্ষ নিলেও সিটিও আজ সহজে ছাড় দিবে না এমনটা বলাই যায়।

সম্পর্কিত খবর