আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলের নতুন দুঃসংবাদ
২০২২ কাতার বিশ্বকাপ থেকেই বেশ অস্বস্তিতে সময় যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে সেই অনাকাঙ্ক্ষিত হারের পর থেকেই দুর্দিন শুরু হয়েছে ব্রাজিলের। এছাড়াও চোট যেন পিছুই ছাড়ছে না সেলেসাওদের।
সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার সঙ্গে ড্র এবং উরুগুয়ের সাথে হারের স্বাদ পেতে হয়েছে তাদের। দলকে এই মুহুর্তে ঘুরে দাঁড়ানোর তীব্র মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু এরকম সময়েই নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে চোট, একের অধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের শিকার হয়েছেন। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকা লাগবে নেইমারকে। এবার তার সাথে যোগ হলেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো।
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লিগ কাপের ম্যাচে হেরেছে এরিক টেন হাগের দল। সেই ম্যাচেই চোট পেয়ে কাসেমিরো অনির্দিষ্টকালীন সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন। কোচ এটিও নিশ্চিত করেছেন যে প্রিমিয়ার লিগে সামনের ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই তারকা মিডফিল্ডার।
টেন হাগ বলেন, “বিরতির ঠিক আগে সে চোট পেয়েছিল। সে কারণেই তাকে উঠিয়ে নিতে হয়েছিল। আমাদের ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে, তবে আমি মনে করি শনিবারের (ফুলহ্যাম ম্যাচ) জন্য অবশ্যই সে ছিটকে গেছে।”