অবশেষে ক্লাব পেলেন ডি হেয়া 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:২৭ পিএম | ১১ আগস্ট, ২০২৪

২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল ডেভিড ডি হেয়ার। পরে ২০২৩-২৪ মৌসুমে ছিলেন ক্লাবহীন। তবে এক বছরের লম্বা বিরতির পর অবশেষে ক্লাব পেলেন এই স্প্যানিশ গোলরক্ষক। এক বছরের চুক্তিতে ফিওরেন্তিনায় যোগ দিলেন তিনি। 

ডি হেয়ার চুক্তির বিষয়টি এক বিবৃতিতে শুক্রবার নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি। চুক্তিটা স্রেফ এক মৌসুমের জন্য হলেও পরবর্তীতে এটি বাড়ানোর সুযোগটাও থাকছে। 

স্পেনের হয়ে ৪৫টি ম্যাচ খেলা গোলরক্ষক ক্লাব দুনিয়াতেই বেশি পরিচিত। যার শুরুটা হয়েছিল আতলেতিকো মাদ্রিদের হয়ে। সেখানকার অ্যাকাডেমিতেও খেলেছেন ডি হেয়া। 

লা লিগা থেকে ২০১১ সালে প্রিমিয়ার লিগে পাড়ি জমান ডি হেয়া। সেখানে খেলেন পুরো এক যুগ। সব মিলিয়ে রেড ডেভিলদের হয়ে ৪১৫টি ম্যাচ জিতেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। এবার নতুন পথে তার অপেক্ষা নতুন চ্যালেঞ্জের। 

ক্লাব ক্যারিয়ারের এটি ডি হেয়ার তৃতীয় ক্লাব। যার প্রত্যেকটিই ভিন্ন দেশের। শুরুটা স্পেনে, মাঝের লম্বা সময় ইংল্যান্ডে এখন অপেক্ষায় ইতালির সেরি আ'তে মাঠে নামার। 

খেলার দুনিয়া | ফলো করুন :