শিরোপা জিতেও যে বিষয়ে অসন্তুষ্ট গার্দিওলা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:০৭ পিএম | ১১ আগস্ট, ২০২৪

শিরোপা দিয়েই নতুন মৌসুম শুরু করল ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ম্যানচেষ্টার ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ড জেতে সিটিজেনরা। এতে আরও একবার দাপটের সঙ্গে মৌসুম শুরু করতে যাচ্ছে সিটি। তবে তাদের কোচ পেপ গার্দিওলার ভাবনাটা কিছুটা ভিন্ন। শিরোপা জিতলেও নতুন মৌসুমের আগে দলের প্রস্তুতি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন এই স্প্যানিশ কোচ।

ওয়েম্বলিতে ম্যাচের শেষ ১০ মিনিটে জমে ওঠে শিরোপার লড়াইটা। ৮২তম মিনিটে আলেহান্দ্র গার্নাচোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এর মিনিট সাতেক পরে বার্নার্দো সিলভার গোলে সমতায় ফেরে সিটি। সেখান থেকে টাইব্রেকারে গড়ানো ম্যাচ ৭-৬ ব্যবধানে জিতে যায় পেপ গার্দিওলার দল।

১৮ আগস্ট প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের যাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। সেখানে প্রথম ম্যাচে সিটি লড়বে চেলসির বিপক্ষে।

কমিউনিটি শিল্ড জয়ের পর মৌসুমে দলের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে কিছুটা ব্যর্থতার বাণী শোনান গার্দিওলা, ‘আমরা প্রস্তুত কি না, সে উত্তর আমি দিতে পারছি না। আমরা আজ (শনিবার) হারতেও পারতাম। কয়েক মিনিট আগেও আমরা হারের কাছাকাছি ছিলাম। যে কারণে এখন অপেক্ষা করতে হবে।’

এখনই নিজেদের সেরা তকমা দিতে নারাজ গার্দিওলা। তার মতে তারা এখনও খেলছেন না সেরা ফুটবল।

‘আমরা এখনো নিজেদের সেরা ফুটবল থেকে অনেক দূরে আছি। এটা স্বাভাবিক, এটাও অবশ্য ভালো যে আমরা একটি শিরোপা জিতে শুরু করতে পেরেছি।’

খেলার দুনিয়া | ফলো করুন :