আলভারেসের নতুন ঠিকানা আতলেতিকো মাদ্রিদ
ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ছাড়ছেন জুলিয়ান আলভারেস, তা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে সিটি ছেড়ে কোন ক্লাবে যোগ দিবেন বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার সে বিষয়ে এতদিন পরিষ্কার করে জানা যায়নি। তবে এবার নিশ্চিতভাবেই জানা গেল, স্পেনে পাড়ি জমাচ্ছেন এই আর্জেন্টাইন।
স্পেনের ক্লাব আতলেতিকো মাদ্রিদ ৬ বছরের জন্য নিজেদের দলে ভেড়ালো আলভারেসকে। গতকাল (সোমবার) দল বদলের খবরটি আতলেতিকোর ওয়েবসাইট থেকেই নিশ্চিত করে জানানো হয়।
২৪ বছর বয়সী এই তরুণের জন্য ক্লাবটি খরচ করেছে প্রায় সাড়ে ৯ কোটি ইউরো, যেখানে বোনাসও অন্তর্ভুক্ত আছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে স্প্যানিশ ক্লাবটির খরচ হবে সাড়ে ৭ কোটি ইউরো। বোনাসসহ এই অঙ্কটা আরও বাড়বে বলে জানা গেছে।
ম্যানচেস্টার সিটির ইতিহাসে যেকোনো খেলোয়াড় বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ মূল্য এটিই। অর্থাৎ রেকর্ড গড়ে ক্লাব বদল করলেন আলভারেস। রেকর্ড গড়াটাই স্বাভাবিক, ফুটবলের ক্যারিয়ারটা খুব বেশি বড় না এই তরুণের। তবে এই অল্প সময়েই কি জেতেননি তিনি!
সিটির হয়ে ১০৩ ম্যাচে গোল করেছেন ৩৬টি। প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের অনুভূতি পেয়েছেন। সব মিলিয়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন আলভারেস। ফুটবলের সবচেয়ে বড় অর্জন ফিফা বিশ্বকাপ, ২০২২ সালে কাতারে সেটাও ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছে তার।
ইংলিশ ক্লাবের হয়ে যখনই মাঠে নেমেছেন ভালো কিছুই করে দেখিয়েছেন এই আর্জেন্টাইন। এবার স্পেনের মাটিতে তার পারফরম্যান্স কেমন হয় সেটি দেখার অপেক্ষায়ই আছে তার সমর্থকরা।