ভিএআরের ব্যাখ্যা সোশ্যাল মিডিয়ায় দেবে প্রিমিয়ার লিগ
ভিএআরের জন্ম হয়েছিল রেফারির সিদ্ধান্ত নিয়ে দলগুলোর অসন্তুষ্টি যেন কমে। তবে ভিএআরের আবির্ভাবের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টি কমার বদলে বেড়েই গেছে পাল্লা দিয়ে।
দলগুলোর এই হতাশা, অসন্তুষ্টি কমাতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে ভিএআরের সিদ্ধান্তের ব্যাখ্যা জানাতে একটা নতুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হবে, যেখানে ম্যাচের রিয়েল-টাইম আপডেট, রেফারির সিদ্ধান্তের ব্যাখ্যা আর অপারেশনাল সিদ্ধান্তগুলো জানানো হবে।
গেল মৌসুমে ভিএআর নিয়ে প্রিমিয়ার লিগে কম সমালোচনা হয়নি। উলভারহ্যাম্পটন উলভস তো রীতিমতো ভিএআর বাতিলের জন্য পিটিশনও শুরু করেছিল। যদিও দলগুলো তাতে সাড়া দেয়নি। বাকি দলগুলোর সবকটি ভিএআর রাখার পক্ষে সিদ্ধান্ত দেয় সম্প্রতি।
তবে দলগুলো ভিএআরের স্বচ্ছতা দাবি করে। তার প্রেক্ষিতেই প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ নিয়েছে এই সিদ্ধান্ত। এই প্রসঙ্গে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভিএআরের লাইভ অডিওর সম্প্রচারের অনুমতি ফুটবলে নেই। প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার সোশ্যাল মিডিয়াতে লাইভের কাছাকাছি সময়ে ভিএআর হাব থেকে তথ্য নিয়ে জানাবে।’
রেফারির সিদ্ধান্ত জানানোর পাশাপাশি পিএল ম্যাচসেন্টার এক্স অ্যাকাউন্ট এই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার চেষ্টা করবে। ভিএআর হাবের দৃষ্টিকোণ তো আছেই, সঙ্গে রেফারিং বিশেষজ্ঞদের মতামতও থাকবে এতে।
এখানে প্রিমিয়ার লিগের রেফারিদের সংগঠন প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেড, পিজিএমওএলের বিশেষজ্ঞরা হাজির থাকবেন। তারা খেলার বিভিন্ন আইনের বিষয়ে পরিষ্কার ধারণা দেবেন। তার সঙ্গে সঙ্গে প্রয়োজন পড়লে তারা ভিএআরের সিদ্ধান্তের প্রক্রিয়া নিয়ে বাড়তি তথ্যও যোগ করবেন।