এমিরেটস স্টেডিয়ামে ২৪ সমর্থকের ওপর আর্সেনালের নিষেধাজ্ঞা 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:০৪ পিএম | ১৪ আগস্ট, ২০২৪

বর্ণবাদের বিপক্ষে ইতিমধ্যেই বেশ সোচ্চার হয়ে উঠেছে শীর্ষ সারির ক্লাবগুলো। যার নজির মিলল আর্সেনালের এই সিদ্ধান্তে। গত মৌসুমে এমিরেটস স্টেডিয়ামে মাঠ ও অললাইনে বর্ণবাদসহ বৈষম্যমূলক এবং আপত্তিকর আচরণের জন্য ২৪ সমর্থকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। 

১৪ জন সমর্থককে হোম এবং অ্যাওয়ে ম্যাচে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে আর্সেনাল। বাকি ১০ জনের জন্য নিষেধাজ্ঞাটা এক বছরের। 

এ বিষয়ে আর্সেনালের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড গার্লিক জানিয়েছেন, ক্লাবের অপব্যবহার ও বৈষম্যের ব্যাপারে তারা সবসময় কঠোর অবস্থানে থাকবে। 

এমিরেটসে সবার জন্য খেলা দেখার স্বাভাবিক পরিবেশ গড়তে যায় আর্সেনাল। সেই প্রসঙ্গে গার্লিক বলেন, ‘আমাদের লক্ষ্য আর্সেনালে এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে সবাই স্বাগত বোধ করে। আশা করি আমাদের এমন সিদ্ধান্ত (সমর্থকদের নিষিদ্ধ) অবমাননাকর, হুমকি এবং বৈষম্যমূলক ভাষা ব্যবহারকারীদের জন্য একটি বড় বাঁধা হিসেবে কাজ করবে।’ 

সমর্থকদের দ্বারা এমন কাজগুলোর বেশিরভাগই হয়েছে মাঠে। অনলাইনের ৩ জন ছাড়া বাকি ২১ জনই এমন আপত্তিকর কর্মকাণ্ড ঘটিয়েছে স্টেডিয়ামে। 

খেলার দুনিয়া | ফলো করুন :