রোনালদোর নৈপুণ্যে ফাইনালে আল নাসর
আরও একবার মাঠের খেলায় দারুণ প্রত্যাবর্তন ক্রিশ্চিয়ানো রোনালদোর। সবশেষ ইউরোতে আশানুরূপ পারফর্ম না করলেও আল নাসরের হয়ে চলতি মৌসুমের শুরুটা ঠিক সেভাবেই করলেন, যেমনটা চায় তার ভক্ত-সমর্থকরা। গত রাতে আল তাউনের বিপক্ষে গোল করলেন, আবার করালেনও। এতেই তার দল আল নাসর উঠেছে সৌদি সুপার কাপের ফাইনালে।
প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে গত রাতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে আল তাউনকে ২-০ ব্যবধানে হারায় রোনালদোর দল। শিরোপা জয়ের লড়াইয়ে শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের বিপক্ষে লড়বে আল নাসর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ১৫ মিনিটে।
ম্যাচটির অষ্টম মিনিটে রোনালদোর বাড়িয়ে দেওয়া বল জালের ঠিকানায় পাঠিয়ে দেন আয়মান ইয়াহিয়া। এতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নাসর। পরে প্রথমার্ধ শেষ হয় সেই ১-০ ব্যবধানেই।
পরে দ্বিতীয়ার্ধে এসে এবার ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৫৭তম মিনিটে সুলতান আল ঘানামের পাস থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো এক শটে জালের লক্ষ্য খুঁজে নেন এই পর্তুগিজ মহাতারকা। যা তার ক্যারিয়ারের ৮৯৬তম গোল।
শেষ পর্যন্ত আর কোনো বাঁধা তৈরি করতে পারেনি আল তাউন। এতে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে মানে-রোনালদোরা।
এদিকে এই জয়ের পর রোনালদোর নজর এখন স্রেফ শিরপাতেই। দারুণ পারফর্মে দলকে ফাইনালে তুলে এবার শিরোপা জিতেই মৌসুম শুরু করতে যায় এই ৩৯ বছর বয়সী তারকা ফরোয়ার্ড। ম্যাচ শেষে সেই বার্তাটাই দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে লিখেছেন, ‘সুপার কাপের ফাইনালে আমরা আসছি!’