বার্সায় ফেরত আসাটা ওলমোর স্বপ্ন ছিল

বার্সায় ফেরত আসাটা ওলমোর স্বপ্ন ছিল

আজ থেকে প্রায় ১৭ বছর আগে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন সদ্য ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা স্প্যানিশ ফুটবলার দানি ওলমো। তার বেড়ে ওঠাটা মূলত বার্সেলোনাতেই। একাডেমিতে লাল-ণিল জার্সিতে সাত বছর খেলার পর মাঝে ভিন্ন দেশের একাধিক ক্লাবের হয়ে খেললেও তার শৈশবের স্মৃতি কাতালানদের কেন্দ্র করেই।

এক দশক পর প্রিয় ক্লাবে ফিরতে পেরে তাই উচ্ছসিত ওলমো। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ছয় বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন তিনি। আগমনী বার্তা হিসেবে তিনি জানিয়েছেন, বার্সায় ফিরে আসাটা তার স্বপ্ন ছিল।

ওলমো বলেছেন, ‘বার্সায় ফিরে আসাটা একটা স্বপ্ন ছিল। আমার সামনে অন্য কোথাও যাওয়ার সুযোগ ছিল। কিন্তু বার্সা যেভাবে আমাকে দলে নেওয়ার দিকে এগিয়েছে, আমাকে দুবার ভাবতে হয়নি। বার্সা আমার ঘর। এখানে আমার কাছের বন্ধুরা আছে এবং এখানে ফিরে আসাটা খুবই স্পেশাল।’

বার্সেলোনার এই প্রজন্মের সেরা স্কোয়াডের হয়ে হয়ত খেলা হয়নি তার। তবে এখন তরুণদের নিয়ে গঠিত দলের হয়ে নিজের সর্বোচ্চটাই মাঠে ঢেলে দিতে চান এই স্প্যানিশ তারকা। বার্সেলোনার হয়ে আসছে মৌসুমে ট্রফিও তুলে ধরতে চান ওলমো।

‘আমি এই জার্সিতে ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করার আশায় আছি। ক্যাম্প ন্যুয়ে ফিরে আসাটা একটা অনুপ্রেরণা। আমাদের দারুণ একটি দল আছে এবং আমাদের সমর্থকদের জন্য অনেক আনন্দ বয়ে আনতে পারব।’

সম্পর্কিত খবর