টাইব্রেকারের নতুন রেকর্ড দেখল ফুটবল বিশ্ব

টাইব্রেকারের নতুন রেকর্ড দেখল ফুটবল বিশ্ব

একটি ফুটবল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল ব্যবধানে এগিয়ে থেকে না জিততে পারলে খেলা গড়ায় পেনাল্টিতে, এটাই স্বাভাবিক। শুরুতে পাঁচটি পেনাল্টি শ্যুট নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত কোন দল জয়ী হবে ততক্ষণ খেলা চলতে থাকবে। কিন্তু এই টাইব্রেকারের সময়সীমা কত?

এই পেনাল্টি শ্যুটআউটের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। যেকোনো এক দল জেতা পর্যন্ত চলতে থাকে শট, এটাই ফুটবলের নিয়ম। এর আগে উয়েফার প্রতিযোগিতায় রেকর্ডটি ছিল ৩২ শটের। ২০০৭ সালে উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে ১৩-১২ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস। এবার সেই রেকর্ডও ভাঙ্গা হয়ে গেল!

গতরাতে ইউরোপা লিগের বাছাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচে এই নজির দেখেছে ফুটবল বিশ্ব। টাইব্রেকারটি গড়িয়েছে ৩৪ শটে! রেকর্ড গড়া এই পেনাল্টি শ্যুটআউটে প্যানাথিনাকসকে ১৩-১২ গোলে হারিয়েছে আয়াক্স আমস্টারডাম।

এই ম্যাচে আয়াক্সের নায়ক বনে গিয়েছিলেন গোলকিপার পাসভির। ম্যাচ জয়ের পর তিনি বলেন, ‘পাঁচটি শট ঠেকানো মানে অনেকগুলো। এমনিতে আমি পেনাল্টি ঠেকাই মাঝেমধ্যেই, তবে এতটা পাগলাটে কিছুর অভিজ্ঞতা সচরাচর হয় না।’

উল্লেখ্য যে, সবচেয়ে বেশি শটের বিশ্বরেকর্ড গড়া হয়েছে এই গত মে মাসে। ইসরায়েলের একটি তৃতীয় বিভাগের ম্যাচের ফয়সালা হয় ৫৬ শটে।

সম্পর্কিত খবর