ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাড়ালেন ব্রুনো

ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাড়ালেন ব্রুনো

২০২০ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ব্রুনো ফার্নান্দেস। সময়ের সঙ্গে সঙ্গে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। মধ্যমাঠটা তিনিই নিয়ন্ত্রণ করেন। রেড ডেভিলদের নেতৃত্বও তিনিই দিচ্ছেন। এবার এই ক্লাবের হয়ে চুক্তির মেয়াদ বাড়ালেন এই পর্তুগিজ তারকা।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। আগে থেকেই ইউনাইটেডের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল ফার্নান্দেসের। এবার সেটি বাড়িয়ে ২০২৭ এর জুন পর্যন্ত সম্প্রসারিত করলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) অধিনায়কের সঙ্গে নতুন চুক্তির খবরটি নিশিচত করেছে ইউনাইটেড। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে এমনটাই জানানো হয়েছে ক্লাব থেকে।

সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচ খেলে ৭৯টি গোল করেছেন ব্রুনো। পাশাপাশি ৬৭টি অ্যাসিস্টও আছে তার নামের পাশে। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগ না জিতলেও লিগ কাপ ও এফএ কাপ জয়ের অভিজ্ঞতা আছে তার।

সম্পর্কিত খবর