এমবাপে-বিহীন পিএসজির প্রথম জয়

এমবাপে-বিহীন পিএসজির প্রথম জয়

দীর্ঘ সাত বছর ফরাসি ক্লাব পিএসজিতে কাটানোর পর কিছুদিন আগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এতদিন ধরে পিএসজি ক্লাবটির মূল চালিকা শক্তিই যেন ছিলেন এমবাপে। ক্লাবটির হয়ে নিয়মিতই গোল করতেন এবং ম্যাচ জেতাতেন এমবাপে।

এমবাপের চলে যাওয়ার পর পিএসজির পারফরম্যান্স কেমন হবে তা নিয়ে সমর্থকদের মধ্যে ছিল বেশ শঙ্কা। তবে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করল ফ্রেঞ্চ জায়ান্টরা। লিগ আঁতে লা হাভরেকে তাদের মাঠে যেয়েই ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। মজার বিষয় হলো, চারটি গোলের মধ্যে তিনটিই এসেছে বদলি হিসেবে নামা খেলোয়াড়দের পা থেকে।

এদিন ম্যাচের শুরুতেই লি কাং-ইনের গোল থেকে এগিয়ে যায় পিএসজি। এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারছিল না তারা। বিরতির ঠিক পরেই সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর ৮৩ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতায় ছিল ম্যাচ।

দলে একসাথে তিনটি বদল করেন পিএসজি কোচ লুইস এনরিকে। তার এই সিদ্ধান্তটিই যেন ঘুরিয়ে দিল ম্যাচ। ৮৪, ৮৬ ও ৯০তম মিনিটে পরপর তিনটি গোলের দেখা পায় পিএসজি। গোলগুলো যথাক্রমে করেছেন বদলি হিসেবে নামা উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা এবং রান্দাল কোলো মুয়ানি। এতেই কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

সম্পর্কিত খবর