নতুন চ্যালেঞ্জ নিতে চান আলভারেস

নতুন চ্যালেঞ্জ নিতে চান আলভারেস

মাত্র ২৪ বছর বয়সেই ফুটবলের সম্ভাব্য সকল শিরোপাই জেতা হয়ে গেছে আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেসের। জাতীয় দল ও তার সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটির জার্সিতে একাধিক শিরোপা তুলে ধরেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে রাজত্ব করা দল ছেড়ে কেন স্প্যানিশ ক্লাবে যোগ দিয়েছেন আলভারেস তা অবাক করেছে অনেককেই। নিজেই এবার জানালেন কারণটা।

ম্যান সিটিতে বেশ ভালোই সময় পার করছিলেন এই তরুণ। ইংল্যান্ডে দুই মৌসুম কাটিয়ে ১০৩ ম্যাচে মোট করেছেন ৩৬ গোল। যদিও নিয়মিত একাদশে থাকতেন না তিনি। তাও আকাশী জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগসহ ৬টি শিরোপা তুলে ধরার সৌভাগ্য হয়েছে তার।

নতুন ক্লাব আতলেতিকো মাদ্রিদ তাকে প্রস্তাব দেওয়ার পর দ্বিতীয়বার আর ভাবেননি আলভারেস, পাড়ি জমিয়েছেন স্পেনে। নিজের স্বদেশী কোচ ডিয়েগো সিমিওনের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। গতকাল (শুক্রবার) নতুন ক্লাবে যোগ দেওয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন।

আলভারেজ বলেছেন, ‘আমার মনে হয়েছে ফুটবল ক্যারিয়ারে একটা পরিবর্তন দরকার। নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্যই আমি এই ক্লাবে এসেছি। একজন পরিণত ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য যা দরকার এ ক্লাবে তার সবই আছে।’

পর্তুগিজ তারকা হোয়াও ফেলিক্সের পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে আলভারেজকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি। ব্রিটিশ মিডিয়ার তথ্যমতে, ম্যান সিটিকে ৭৫ মিলিয়ন ইউরো দিয়েছে আতলেতিকো।

লা লিগায় আগামী সোমবার (১৯ আগস্ট) ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে আতলেতিকো মাদ্রিদ। সেদিনই নতুন ক্লাবের জার্সিতে নতুন লিগে অভিষেক হতে পারে আলভারেসের।

সম্পর্কিত খবর