দুর্নীতিবাজ ফুটবল কর্তাকে ১১ বছরের কারাদণ্ড দিল আদালত

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:১৫ এএম | ২০ আগস্ট, ২০২৪

ফুটবলে দুর্নীতির বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ চলছে চীনে। ঘুষ নিয়ে বিশেষ সুবিধা দেওয়ার কারণে দেশটির ফুটবলের সাবেক ভাইস প্রেসিডেন্ড লি ইয়ুইকে ১১ বছরের জেল দিয়েছে দেশটির আদালত।

এখানেই শেষ নয়। তাকে ১ লাখ ৪০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

লি ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশটির ফুটবলের সঙ্গে জড়িত ছিলেন। শুরুতে তিনি ছিলেন সাংহাইয়ের ক্রীড়া প্রশাসনের প্রধান। এরপর ২০১৫ সালে তিনি চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের দায়িত্বে আসেন। 

১৭ বছরে তিনি প্রায় ২০ লাখ ডলারের কাছাকাছি অর্থ ঘুষ হিসেবে নিয়েছিলেন। সঙ্গে পেয়েছিলেন বেশ কিছু মূল্যবান উপহারও। যা বেরিয়ে আসে গেল মার্চে শেষ হওয়া একটি তদন্তে। যে কারণে তাকে এবার ১১ বছরের কারাদণ্ড ভোগ করতে হচ্ছে। 

লি ইয়ুই/ ছবি- সংগৃহীত

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে কর্তৃপক্ষ চীনের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ফুটবলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। শি জিনপিং ক্রীড়ামোদি একজন ব্যক্তি, যিনি নিজের দেশে বিশ্বকাপ আয়োজনের, ও কোনো একদিন বিশ্বকাপ জেতারও স্বপ্ন দেখেন। তবে দুর্নীতির কারণে সে স্বপ্নটাকে এখন মনে হচ্ছে দূর আকাশের তারার মতো। 

মূলত সে কারণেই দেশের ফুটবলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে দেশটির সরকার। তার উদাহরণ হিসেবে বলা যায় সাবেক সিএফএ প্রধান চেন জুয়ানের কথা। ১কোটি ১০ লাখ ডলার ঘুষ নেওয়ার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

সে মার্চেই সাবেক কোচ লি টাই প্রায় সমপরিমাণ অর্থ ঘুষ নেওয়া আর ম্যাচ ফিক্সিংয়ে সহায়তার অপরাধে দোষী সাব্যস্ত হন। শেষ কয়েক মাসে ১০ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা তদন্তের আওতায় এসেছেন। তাদের মধ্যে শাস্তি পাওয়াদের তালিকায় সবশেষ সংযোজন হলেন লি ইয়ুই। 

খেলার দুনিয়া | ফলো করুন :