সেপ্টেম্বরে ভুটান যাচ্ছেন জামালরা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:৫২ পিএম | ২২ আগস্ট, ২০২৪

আসছে মাস সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোও চলে আসছে। সে উইন্ডোয় বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ভুটানের বিপক্ষে তাদেরই মাঠে খেলবেন জামাল ভূঁইয়ারা।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় ফুটবল দল দুই ম্যাচেই খেলবে ভুটানের বিপক্ষে। ৫ ও ৮ সেপ্টেম্বর হবে দুটি ফিফা প্রীতি ম্যাচ।

বাফুফে সেপ্টেম্বরের উইন্ডোতে ভুটানকে আতিথ্য দিতে চেয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভুটানের ঢাকায় আসতে অনিচ্ছা প্রকাশ করে। যে কারণে খেলাটির গভর্নিং বডি ভুটানে খেলার সিদ্ধান্ত নেয়।

এই ম্যাচ খেলতে বাংলাদেশ ভুটানে চলে যাবে চলতি মাসেই। আগামী ৩০ আগস্ট ভুটানের বিমানে চড়ে বসবে বাংলাদেশ দল।

খেলার দুনিয়া | ফলো করুন :