অ্যাস্টন ভিলায় ২০২৯ পর্যন্ত থাকছেন মার্তিনেজ
আর্সেনাল ছেড়ে ২০২০ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব অ্যাস্টন ভিলায় যোগ দেন এমিলিয়ানো মার্তিনেজ। প্রাথমিকভাবে সেই চুক্তিটা ছিল চার বছরের। তবে ২০২২ সালে এসে সেই চুক্তি তিন বছর বাড়ান এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক। এতেই মার্তিনেজের সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তি ছিল ভিলার। সেই চুক্তি এবার আরও দুই বছরের জন্য বাড়ালেন তিনি। দুই দফায় সময় বৃদ্ধির পর এখন ক্লাবটিতে ২০২৯ পর্যন্ত থাকছেন ৩১ বছর বয়সী এই গোলরক্ষক।
২০২১ কোপার সেমিতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে টাইব্রেকারে দারুণ পারফর্মে আর্জেন্টিনাকে জিতিয়ে ফাইনালে তুলেছিলেন মার্তিনেজ। সেবার কোপার শিরোপাটাও জিতেছিল আলবিসেলেস্তেরা। সেখানে ২০২২ কাতার বিশ্বকাপ জয়েও দারুণ ভুমিকার ছিল মার্তিনেজের।
অ্যাস্টন ভিলায় আসার আগে ২০১২ সালে আর্সেনালে যোগ দেন মার্তিনেজ। তবে ছয় মৌসুম খেলেছেন ধারে। অবশেষে ভিলায় আসার পর নিয়মত হন তিনি। তাদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত খেলেন ১৫০ ম্যাচ।
এছাড়া সবশেষ ২০২৩-২৪ মৌসুমে ভিলার হয়ে দারুণ ফর্মে ছিলেন মার্তিনেজ। লিগ টেবিলে ক্লাবের চতুর্থ অবস্থানে থেকে মৌসুম শেষ করাতেও রেখেছেন বড় ভূমিকা। এতেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতাও অর্জন করে ভিলা।