সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো বাংলাদেশ চান তামিম 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৪৬ পিএম | ২৪ আগস্ট, ২০২৪

সাম্প্রতিক সময়ে ভয়াল এই বন্যা মোকাবেলায় দেশের নানান স্ততের মানুষের অবদান বেশ চোখে পড়ার মতোনই। বিভিন্ন পেশার, বিভিন্ন মহলের মানুষ ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকায় নিয়োজিত আছেন বন্যার্তদের সাহায্যে। যেন দশের লাঠি, একের বোঝা। সংকটকালীন সময়ে এমন দেশই যেন দেখতে চেয়েছিলেন তামিম ইকবাল। 

বন্যার্তদের সাহায্য ও উদ্ধার তৎপরতার বেশ কিছু ছবি সংযুক্ত করে নিজের ফেসবুকের এক পোস্টে এমন কথাই জানান দেশের ক্রিকেটের সাবেক এই অধিনায়ক। 

সেই পোস্টে তামিম বলেন, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ‘বাংলাদেশ আপনার কাছে কী? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলেন, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব। এ রকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সংকট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’

এর আগে গতকাল এক পোস্টে নিজ নিজ জায়গা থেকেই সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তামিম। সঙ্গে নিজেও সর্বোচ্চ সাহায্য করার প্রতিশ্রুতি দেন দেশের এই অন্যতম তারকা।

খেলার দুনিয়া | ফলো করুন :