মেসি কবে ফিরছেন? জানালেন মায়ামি কোচ
লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে সবশেষ ম্যাচটা খেলেছিলেন গেল ১৫ জুলাই। তবে সে ম্যাচে অ্যাঙ্কেলের চোট তাকে পুরো ম্যাচ খেলতে দেয়নি, যদিও তার দল কোপা আমেরিকার শিরোপাটা ঠিকই জিতেছিল। মেসি এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন। সেই তিনি ফেরার খুব কাছাকাছিই আছেন, জানিয়েছে তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো।
গেল মাসে কোপা আমেরিকার ফাইনালের পর থেকে ক্লাব ইন্টার মায়ামির হয়ে একটা ম্যাচেও খেলেননি মেসি। জাতীয় দলের হয়েও আগামী সেপ্টেম্বরের উইন্ডোতে খেলতে নামছেন না মেসি। তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
আজ মায়ামি কোচ জানান, মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুম শেষ হওয়ার আগেই মাঠে ফিরবেন মেসি। তার অবস্থা উন্নতির দিকে।
‘সে দলের সঙ্গে অনুশীলন করছে না। তবে হ্যাঁ সে মাঠে আছে এবং ফিজিক্যাল ট্রেইনারের সঙ্গে কাজ করছে। তার শারীরিক অবস্থার ভালোই উন্নতি হচ্ছে। আমরা তার সেরে ওঠা দেখতে পাচ্ছি। কোনো কিছু অনুমান করছি না। মাঠে অনুশীলন শুরুর পর সে কেমন অনুভব করছে, তা আমরা দেখতে পাচ্ছি।’
মেসির ফেরার ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বলতে না পারলেও আর্জেন্টাইন মহাতারকা যে ভালোভাবেই সেরে উঠছেন তা জানিয়ে মার্তিনো বলেছেন, ‘শারীরিক প্রশিক্ষকের সঙ্গে চিকিৎসক দল মিলে তার কাজের পরিকল্পনা করছে। তবে মৌসুম শেষ হওয়ার আগেই সে মাঠে ফিরবে। তার অনুশীলনে ফেরার ব্যাপারে আমি সম্ভাব্য কোনো দিনের কথা বলতে পারছি না। চোট থেকে সেরে ওঠার একটি দিক হচ্ছে শারীরিক এবং একটি অংশ হচ্ছে মানসিক। আমাদের উভয় দিক কাটিয়ে উঠতে হবে। আমার ধারণা সে এই প্রক্রিয়ার ভেতর দিয়েই যাচ্ছে।’
ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে আছে মায়ামি। আগামীকাল (রবিবার) ভোরে সিনসিনাটির মুখোমুখি হবে দলটি। এই ম্যাচ দিয়ে প্লে অফে জায়গা করে নেওয়ার বড় সুযোগ আছে তাদের হাতে।