মেসিবিহীন মায়ামিকে প্লে-অফে তুললেন সুয়ারেজ 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৫৮ পিএম | ২৫ আগস্ট, ২০২৪

কোপার ফাইনালে গত ১৪ জুলাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন মেসি। তার মাঠে সময়টা ক্রমশই বাড়ছে। এর মধ্যে তার দল ইন্টার মায়ামি ছিটকে গেছে লিগস কাপ থেকে। তবে মেসিকে ছাড়াই মায়ামি চমক দেখাল মেজর লিগ সকারে (এমএলএস)। এফসি সিনসিনাটির বিপক্ষে লুইস সুয়ারেজের জোড়া গোলে সবার আগে লিগের প্লে-অফে পৌঁছেছে মায়ামি। 

ঘরের মাঠে ২-০ ব্যবধানের জয়ে ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে মায়ামির পয়েন্ট দাঁড়ায় ৫৬। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির পয়েন্ট ৪৮। এতেই ৮ ম্যাচ হাতে রেখে সবার আগে প্লে-অফে পৌঁছায় মেসি-সুয়ারেজের দলটি। 

এমএলএসে সবশেষ ২০২২ সালে প্লে-অফে টিকিট পেয়েছিল মায়ামি। গত বচহ্র মেসিকে নিয়েও প্লে-অফে খেলা যোগ্যতা অর্জন করতে পেরেছিল না ফ্লোরিডার দলটি। এদিকে মেসি এই মৌসুমে লিগে ২৬ ম্যাচের মধ্যে খেলেছেন স্রেফ ১২ ম্যাচে। তবে তার দল পৌঁছে গেল প্লে-অফে। 

চেজ স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটের মধ্যেই জোড়া গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের প্রথম মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে মায়ামিকে এগিয়ে নেন সুয়ারেজ। এর মিনিট পাঁচেক পরে দ্বিতীয় গোলটিও এসেছে এই সাবেক বার্সা তারকা ফরোয়ার্ডের থেকে। সেখান থেকে ম্যাচের শেষ পর্যন্ত বেশ কয়েকটি সম্ভাবনা জাগালেও গোলের দেখা পায়নি মায়ামি। এর মধ্যে দ্বিতীয়ার্ধে তো তাদের খেলতে হয়েছে ১০ জন নিয়ে। কেননা ম্যাচের ৪২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার টমাস আভিলেস। 

 

খেলার দুনিয়া | ফলো করুন :