অনায়াস জয়ে ইউএস ওপেন শুরু জকোভিচের

অনায়াস জয়ে ইউএস ওপেন শুরু জকোভিচের

অধরা অলিম্পিকটা জেতা হয়ে গেছে। এবার আবারও রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামের খোঁজে নেমে পড়েছেন নোভাক জকোভিচ। 

ইউএস ওপেন দিয়ে শুরু হয়েছে আবার শুরু হয়েছে তার এই শিরোপার খোঁজ। তার সূচনাটা ভালোই করলেন তিনি। মলদোভার রাদু আলবটকে হারিয়েছেন সরাসরি সেটে।

দুই সপ্তাহ আগে অলিম্পিক সোনা জেতা জকোভিচ আজই প্রথম মাঠে নেমেছেন এরপর। আর্থার অ্যাশ স্টেডিয়ামে আজ ফ্লাডলাইটের আলোয় সমর্থকরা তাকে বরণ করে নেন বিপুল হর্ষধ্বনিতে। 

এর জবাবটা জকোভিচ প্রথমে দিয়েছেন মাথা নাড়িয়ে। এরপর দিলেন পারফর্ম্যান্স দিয়ে। মলদোভান বাছাইকে কোনো সুযোগই দেননি তিনি। ৬-২, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন অনায়াসেই।

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন আর ফ্রেঞ্চ ওপেনের খুব কাছাকাছি গিয়েও শিরোপা জিততে পারেননি জকোভিচ। এবার নিশ্চয়ই তা হাতছাড়া করতে পারবেন না তিনি!

সম্পর্কিত খবর