বার্সায় অলমোর ‘স্বপ্নের অভিষেক’

বার্সায় অলমোর ‘স্বপ্নের অভিষেক’

ফুটবলীয় জীবনের শুরুর লম্বা সময় বার্সেলোনাতেই কাটিয়েছেন দানি অলমো। এস্পানিওল থেকে ২০০৭ সালে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন দামি ওলমো। বয়সটা তখন তার সবে ৯। হয়তো স্বপ্ন দেখতেন এখান থেকেই সরাসরি খেলবেন বার্সার মূল দলে। তবে তখন সেই স্বপ্ন পূরণ হয়নি ওলমোর। কাতালানাদের একাডেমিতে ৭ বছর কাটানোর পর ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবে যোগ দেন তিনি। সেই বছরেই সুযোগ পেয়ে যেন তাদের মূল দলেও। এরপর চার মৌসুম খেলেন লাইপজিগের হয়ে। তবে নিয়তি তাকে ফের নিয়ে এলো বার্সায়। তাই তো এক দশক কাতালান ক্লাবে ফিরলেন ২৬ বছর বয়সী এই স্প্যানিশ তারকা ফরোয়ার্ড।

বার্সায় যোগদানের পর গত রাতে মৌসুমে তৃতীয় ম্যাচে কাতালানদের মূল দলে অভিষেক হয় অলমোর। রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ২-১ ব্যবধানের ম্যাচে জয়সূচক গোলটিও এসেছে তার পায়েই। বার্সার হয়ে এমন শুরুটাই যেন চেয়েছিলেন ২৬ বছর বয়সী স্প্যানিশ তারকা ফরোয়ার্ড। তাই তো ম্যাচ শেষে বললেন, এটি আমার জন্য স্বপ্নের অভিষেক।

দ্বিতীয়ার্ধে এসে ৮২তম মিনিটে গোল করে কাতালানদের জয় এনে দেন অলমো। বার্সার হয়ে তার অভিষেকটা হয়ে যেত আগেই। তবে জটিলতা ছিল নিবন্ধনে। তবে শেষমেশ গতকাল সকালে তাকে নিবন্ধন করিয়েছে ক্লাবটা। এবং সেই রাতেই অভিষেকটা গোল ও জয় দিয়ে রাঙালেন অলমো।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত অলমো বলেন, ‘ম্যাচটি যেভাবে শেষ হলো এবং যেভাবে জিতলাম আমরা, আমি সত্যিই খুবই খুশি। আমার জন্য এটি স্বপ্নের অভিষেক।’

অলমোর বার্সায় খেলায় ইচ্ছা তো ছিল সেই ছোটবেলা থেকেই। অলমো বললেন স্রেফ ইচ্ছা নয় স্বপ্নও ছিল এখানে খেলার। ‘অবশ্যই আমার স্বপ্ন ছিল একদিন এই ক্লাবে ফেরার। বার্সেলোনা যখন দুয়ারে কড়া নাড়ল, আমার কোনো সংশয়ই ছিল না যে এখানে ফিরতে চাই। ফিরতে পেরে সত্যিই খুশি আমি।’

সম্পর্কিত খবর