হাজার গোলের মাইলফলকে নজর রোনালদোর
অনেকেই তার শেষ দেখেছেন ২০২২ বিশ্বকাপের পরপরই। অনেকেই শেষ দেখেছেন ২০২৪ এর ইউরোর পর। কিন্তু তিনি যেন মচকান কিন্তু ভাঙেন না। বার বারই সেটার প্রমাণ দিয়েছেন। এমনি এমনি তো তর্কসাপেক্ষে সর্বকালের অন্যতম সেরা হননি। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার হওয়াটাও চাট্টিখানি কথা না।
তবে এখানেই তৃষ্ণা মেটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। করতে চান এক হাজার গোল। জানিয়ে দিলেন খোলামেলা। নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি একটা ভিডিও আপলোড করেন তিনি। সেখানে রিও ফার্দিনান্দের সাথে আলোচনায় সেটা নিজেই জানিয়েছেন সিআরসেভেন।
রোনালদো বলেন, ‘আমি ১০০০ গোল করতে চাই। চোটে না পড়লে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এটা চাই। ফুটবলে মার্ক করার মতো এটাই আমার কাছে সেরা মাইলফলক। প্রথমে ৯০০ গোল, তারপর আমার চ্যালেঞ্জ হলো ১০০০ গোল করা।’
পেশাদার ফুটবলে ৮৯৯ গোলের মালিক রোনালদো। ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরারদের তালিকায় যারা আছেন, তাঁদের সঙ্গে নিজের গোলসংখ্যার পার্থক্য নিয়েও কথা বলেছেন রোনালদো। অনেক ক্ষেত্রেই গোল নিয়ে যেসব বাড়াবাড়ি হয় সেগুলোর জবাবও দিয়েছেন। ‘আমি যত গোল করেছি সেগুলোর ভিডিও আছে। আমি তাদের পেলে, ডি স্টেফানো সবাইকেই সম্মান করি। তবে যদি তুমি আরও গোল চাও, অনুশীলনেরগুলো যোগ করতে পারো। তারপর হয়তো লোকের কাছে নিজেকে প্রমাণ করতে পারবো। তারা এই খেলোয়াড়কে পছন্দ করে নাকি ওই খেলোয়াড়ই সেরা। এটা নিয়ে আমি ভাবি না।’
আর মাত্র একটা গোল করলেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক গড়বেন পর্তুগিজ সুপারস্টার।