নতুন ফরম্যাটে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ

নতুন ফরম্যাটে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ

শুরু হয়ে গেছে ২০২৪/২৫ মৌসুমের ক্লাব ফুটবল। সেপ্টেম্বরেই শুরু হচ্ছে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগও। নতুন নিয়মে মোড়ানো ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট এই আসরের ড্র মোনাকোতে অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। নতুন ফরম্যাটে খুব স্বাভাবিক ভাবেই আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন।

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে বাড়ানো হয়েছে প্রাইজমানি, বেড়েছে অংশগ্রহণকারী দলের সংখ্যাও। এবারের ড্র-টাও হবে নতুন পদ্ধতিতে। পুরোটাই হবে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। নতুন মৌসুমের নতুন ফরম্যাটে হতে যাওয়া এই টুর্নামেন্টে বড় যেই বিষয়গুলো পরিবর্তন বা সংযোজন হয়েছে সেগুলো তুলে ধরা হলো।

দল ও ম্যাচের সংখ্যা বাড়ানো হয়েছে

আগের ফরম্যাটে ৩২টি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেত। এবার থেকে তা বাড়িয়ে করা হয়েছে ৩৬। দল বাড়ার ফলে স্বাভাবিকভাবে ম্যাচের সংখ্যাও বেড়েছে।

থাকছে না কোনো গ্রুপপর্ব

আগের ফরম্যাটে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলত। তবে এবার ৩৬টি দল একটি গ্রুপেই খেলবে। লিগ পর্ব শেষ হলে পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি যাবে শেষ ১৬তে। ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ ম্যাচ খেলে শেষ ষোলোর বাকি আটটি জায়গা দখল করে নেবে।

প্রাইজমানির পরিমাণ বেড়েছে

এবারের চ্যাম্পিয়ন দল সর্বোচ্চ ১৫ কোটি ইউরো প্রাইজমানি পেতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা। চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া প্রতিটি দলই ১ কোটি ৮৬ লাখ ইউরো পাবেই। এছাড়া প্রতিটি জয়ের জন্য ২১ লাখ এবং প্রতিটি ম্যাচ ড্রর জন্য ৭ লাখ ইউরো পাবে দলগুলো। পয়েন্ট তালিকায় অবস্থানের ভিত্তিতে ৯৯ লাখ ইউরো ভাগ করে দেয়া হবে ৩৬টি দলকে। নকআউট পর্বের প্রতিটি ধাপ পেরোলেই ১ কোটি ১০ লাখ ইউরো বোনাস পাওয়া যাবে।

নতুন নিয়মে ম্যাচ ড্র অনুষ্ঠিত হবে

৩৬টি দলকে চারটি পটে ভাগ করা হবে। কম্পিউটারের মাধ্যমে এবারের ড্র অনুষ্ঠিত হবে। প্রতিটি দল প্রতিটি পট থেকে দুইটি করে প্রতিপক্ষ পাবে।

অনেকেরই প্রশ্ন যে, কেন চ্যাম্পিয়ন্স লিগে ফরম্যাটে আনা হয়েছে এত পরিবর্তন? আগের নিয়মে কি সমস্যা ছিল? ফরম্যাটে এসব পরিবর্তন আনার মূল কারণ হচ্ছে বাড়তি অর্থ। এছাড়াও প্রথম গেইম উইক থেকেই যেন দর্শকরা বড় দলগুলোর লড়াই দেখতে পারে তার জন্যও এই নতুন ফরম্যাট চালু করা হয়েছে।

সম্পর্কিত খবর