চ্যাম্পিয়নস লিগের ড্র: প্রথম পর্বেই মুখোমুখি রিয়াল-ডর্টমুন্ড

চ্যাম্পিয়নস লিগের ড্র: প্রথম পর্বেই মুখোমুখি রিয়াল-ডর্টমুন্ড

চ্যাম্পিয়নস লিগের সবশেষ ২০২৩-২৪ মৌসুমের ফাইনালটা হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বুরুশিয়া ডর্টমুন্ডের মধ্যে। সেখানে ২-০ ব্যবধানে ডর্টমুন্ডকে হারিয়ে রিয়াল জেতে নিজেদের ১৫তম শিরোপা। সবশেষ আসরে ফাইনালের সেই মঞ্চটা এবার ফিরতে চলছে প্রথম পর্বেই। নতুন আদলে চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২৫ মৌসুমের প্রথম পর্বেই লড়বে আগের আসরের দুই ফাইনালিস্ট। 

এবারই প্রথমবারের মতো ৩৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলে সর্বোচ্চ এই আসর। যেখানে আগের মতো থাকছে না কোনো গ্রুপপর্ব। লিগের মতো চলবে প্রথম পর্বটি। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি যাবে শেষ ১৬তে। ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ ম্যাচ খেলে শেষ ষোলোর বাকি আটটি জায়গা দখল করে নেবে।

৩৬টি দলকে চারটি পটে ভাগ করে এআই'য়ের (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) সাহায্যে হয়েছে এবারের ড্র। 

এক নজরে দেখে নিন চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে পট ১-এর কোন দলের প্রতিপক্ষ কারা

রিয়াল মাদ্রিদ

বরুশিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, আতালান্তা, সালসবুর্গ, লিল, স্টুটগার্ট, ব্রেস্ত।

ম্যানচেস্টার সিটি

ইন্টার মিলান, পিএসজি, ক্লাব ব্রুগা, জুভেন্টাস, ফেইনুর্দ, স্পোর্তিং, স্পার্তা প্রাহা, স্লোভান ব্রাতিসলাভা।

বায়ার্ন মিউনিখ

পিএসজি, বার্সেলোনা, বেনফিকা, শাখতার  দোনেৎস্ক, দিনামো জাগরেব, ফেইনুর্দ, স্লোভান ব্রাতিসলাভা, অ্যাস্টন ভিলা।

পিএসজি

ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, সালসবুর্গ, জিরোনা, স্টুটগার্ট।

লিভারপুল

রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, বায়ার লেভারকুসেন, এসি মিলান, লিল, পিএসভি আইন্দহোভেন, বোলোনিয়া, জিরোনা।

ইন্টার মিলান

লাইপজিগ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বায়ার লেভারকুসেন, জভেদা, ইয়াং বয়েজ, মোনাকো, স্পার্তা প্রাহা।

বরুশিয়া ডর্টমুন্ড

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, ক্লাব ব্রুগা, সেল্টিক, দিনামো জাগরেব, স্ত্রাম গ্রাজ, বোলোনিয়া

লাইপজিগ

লিভারপুল, ইন্টার মিলান, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, স্পোর্তিং, সেল্টিক, অ্যাস্টন ভিলা, স্ত্রাম গ্রাজ।

বার্সেলোনা

বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, আতালান্তা, বেনফিকা, ইয়াং বয়েজ, জভেদা, ব্রেস্ত, মোনাকো।

সম্পর্কিত খবর