ডি মারিয়ার চোখে সবচেয়ে বাজে কোচ কে?

ডি মারিয়ার চোখে সবচেয়ে বাজে কোচ কে?

আর্জেন্টিনার দলের সঙ্গে সবশেষ কোনো কোচের বিতর্ক জড়ানো? নামটি অনায়াসের বলে দেবে আলবিসেলেস্তে সমর্থকরা। নেদারল্যান্ডসের সাবেক কোচ লুই ফন হাল। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে এমন কাণ্ডই অবশ্য ঘটেছিল।

তবে কি আর্জেন্টিনার সেই দলের ফুটবলারদের কাছে সবচেয়ে বাজে কোচ তিনিই? বাকি উত্তরটা অজানা থাকলেও আনহেল ডি মারিয়া জানিয় দিলেন তার উত্তর। হ্যাঁ, এই সাবেক আর্জেন্টাইন তারকার চোখে সবচেয়ে বাজে কোচ ফন হাল। 

শুধু সেই ম্যাচের প্রসঙ্গ টেনেই এমন মন্তব্য করেননি এই আর্জেন্টাইন কিংবদন্তি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটি মৌসুমেই খেলেছিলেন এই সাবেক আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড। ২০১৪-১৫ মৌসুমে তখন রেড ডেভিলদের কোচ ছিলেন ফন হাল। এবং সাবেক এই ডাচ কোচকে নিয়ে এমন মন্তব্য ২০২১ সালেও করেছিলেন ডি মারিয়া। 

ফন গালকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে করেন ডি মারিয়া। তিনি বলেন, ‘ফন হাল সবচেয়ে বাজে কোচ। এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন।’

এদিকে প্রসঙ্গ যখন সবচেয়ে খারাপ কোচের তখন স্বাভাবিকভাবেই এসে যায় ভালো কোচের প্রসঙ্গটাও। সেখানে আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনিকে অন্যতম সেরা বলেই দাবী করলেন ডি মারিয়া। 

ডি মারিয়া ইতিমধ্যেই অবশ্য জাতীয় দলের জার্সিটা তুলে রেখেছেন। সবশেষ কোপার ফাইনালে শিরোপা জয়ের মধ্যে দিয়ে বিদায় বলেন আন্তর্জাতিক ফুটবলকে।

সম্পর্কিত খবর