হ্যাটট্রিক করে ব্রাজিলকে বার্তা দিলেন রাফিনিয়া?
ব্রাজিল জাতীয় দলের সবশেষ গোলটা এসেছিল তার পা থেকে। তাও দৃষ্টিনন্দন এক ফ্রি কিক থেকে। সবশেষ কোপা আমেরিকায় দলের মন্দার সময়ে সবচেয়ে ভালো নৈপুণ্যটা এই রাফিনিয়াই দেখিয়েছিলেন। তবে তাতে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের মন গলেনি। তাকে বাদ দিয়েই সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোর দল ঘোষণা করেছেন।
এরপর থেকেই রাফিনিয়া বার্সেলোনার জার্সি গায়ে আছেন দারুণ ছন্দে। গত রাতে তার চূড়ান্তটাই দেখালেন তিনি। হ্যাটট্রিক করলেন, সঙ্গে আরও এক গোল করালেন। এমন পারফর্ম্যান্স বার্সার জার্সি গায়ে শেষ অনেক বছরে স্রেফ লিওনেল মেসিকেই দিতে দেখা গেছে। রাফিনিয়ার এমন দিনে রিয়াল ভায়াদোলিদকে ৭-০ গোলে উড়িয়েও দিয়েছে কাতালানরা।
মৌসুমের শুরুর তিন ম্যাচের দুটো থেকে দুটো গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট আদায় করে নিয়েছিলেন রাফিনিয়া। তবে গতকাল পুরোপুরি নাম ভূমিকায় অবতীর্ণ হলেন রীতিমতো। প্রথম গোলটা করলেন লামিন ইয়ামালের দুর্দান্ত পাস থেকে, এরপর জুলস কুন্দেকে দিয়ে করালেন একটা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ রক্ষণের ভুলের সুযোগ নিয়ে করলেন আরও এক গোল। তারপর আরও একবার ইয়ামালের সঙ্গে যুগলবন্দী হয়ে আরও একবার জাত সেন্টার ফরোয়ার্ডের মতো ফিনিশ করলেন, হ্যাটট্রিকটা হয়ে গেল তাতে।
রাফিনিয়ার রাতে বার্সেলোনার হয়ে গোলের খাতায় নাম তুলেছেন রবার্ট লেভান্ডভস্কি, কুন্দের কথা তো জানলেনই একটু আগে, তারপর দানি অলমো আর ফেরান তরেসও। তাতেই ৭ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ের মাহাত্ম্যটা বেড়ে যায় এক গেমউইক আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভায়াদোলিদের পারফর্ম্যান্সের কথা মাথায় রাখলে। সেদিন দলটা ৩-০ গোলে হারলেও বেশ কঠিন সময় উপহার দিয়েছিল রিয়ালকে।
তাদের বিপক্ষেই রাফিনিয়া দিলেন জীবনের সেরা পারফর্ম্যান্সটা। তবে তিনি নিশ্চয়ই এখানেই থামতে চান না। ব্রাজিল দলে জায়গা পাননি। পরের উইন্ডোয় দরিভাল জুনিয়রের দলে জায়গা করে নিতে হলে এই পারফর্ম্যান্সটা আরও এক মাস অন্তত ধরে রাখতে হবে তাকে। তাতে আখেরে লাভ বার্সেলোনারই, আগামী মাস থেকে যে নতুন রূপে চ্যাম্পিয়ন্স লিগ শুরু! সে সময়টায় রাফিনিয়া এমন পারফর্ম্যান্স আরও বেশি করে দিতে পারলে ব্রাজিল কোচ দরিভাল তো বটেই, বার্সা কোচ হানসি ফ্লিকও খুশি হবেন বেশ করে।