এমবাপের গোল না পাওয়াটা বড় করে দেখছেন না আনচেলত্তি

এমবাপের গোল না পাওয়াটা বড় করে দেখছেন না আনচেলত্তি

বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী স্কোয়াড রিয়াল মাদ্রিদের। দলে এক ঝাঁক তরুণ ও তারকা ফুটবলারদের সঙ্গে নতুন মৌসুমে যোগ হয়েছে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ভিনিসিয়ুস-রদ্রিগোর সঙ্গে এমবাপের মিশেলে রিয়ালের ফরোয়ার্ড লাইন এখন বিধ্বংসী!

নতুন মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের সমতুল্য যেন কোনো ক্লাবই নেই, অনেকেই বলেছিল এই কথা। এরকম ভাবাটাও ভুল ছিল না। কিন্তু লিগ শুরু হওয়ার পর প্রথম তিন ম্যাচের দুটিতেই পয়েন্ট খুইয়েছে কার্ল আনচেলত্তির দল। এতে কিছুটা হতাশ স্প্যানিস জায়ান্ট এই ক্লাবের সমর্থকরা।

ভালো ফর্মে নেই এমবাপে, লিগের তিন ম্যাচে এখনো গোলের দেখা পাননি। দর্শক-সমর্থকরা এ নিয়ে বেশ হতাশ হলেও বিষয়টি নিয়ে একদমই চিন্তিত নন কোচ।

গতরাতে লাস পালমাসের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘আমার মতে এমবাপে ভালো করছে। সে খুবই ভয়ঙ্কর একজন খেলোয়াড়। তবে এটা সত্যি সে লিগে এখনও কোনো গোল করতে পারেনি। আক্রমণে এমবাপে ভালো কিছু দেখাচ্ছে এবং আমি মনে করি দলের সঙ্গে মানিয়ে নিতে তার কোনো সমস্যা হচ্ছে না। আর আমি আগেও বলেছি আমাদের রক্ষণে আরও ফোকাস দিতে হবে।’

পিএসজি থেকে রিয়ালে আসার পর এমবাপের আক্রমণের ধার আরও বাড়বে, এমনটাই আশা করেছিলেন বেশিরভাগ ফুটবল দর্শক। তবে প্রত্যাশা পূরণ করতে পারছেন না এই ফরোয়ার্ড। কিছুটা সমালোচিতও হচ্ছেন এই তারকা ফুটবলার। তবে এগুলো নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন না রিয়াল মাদ্রিদ কোচ।

লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচে আজ তাদের সামনে রিয়াল বেতিস। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে রাত দেড়টায়। এ ম্যাচ দিয়ে পয়েন্ট বাড়িয়ে নিয়ে মরিয়া লস ব্লাঙ্কোসরা।

সম্পর্কিত খবর