ইউনাইটেডের মাঠে লিভারপুলের দাপুটে জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউন ও ব্রেন্টফোর্ডকে উড়িয়ে এবারের ২০২৪-২৫ মৌসুমের শুরুটা দারুণ পেয়েছে লিভারপুল। তবে জয়ের হ্যাটট্রিক ম্যাচে অল রেডদের সামনে ছিল বড় বাঁধা। প্রতিপক্ষ ম্যানচেষ্টার ইউনাইটেড এবং ম্যাচটিও ওল্ড ট্রাফোর্ডে। তবে ছন্দে থাকা লিভারপুলের সামনে ঘরের মাঠেও কোনো পাত্তাই পেল না এরিক টেন হাগের দলটি। রেড ডেভিলদের ৩-০ ব্যবধানে উড়িয়ে মৌসুমের শুরুতেই জয়ের হ্যাটট্রিক আর্না স্লটের দলটির।
দাপুটে জয়ের এই ম্যাচে দারুণ পারফর্ম করেছেন মোহাম্মদ সালাহ। শুরুর দুটি গোল এসেছে অবশ্য লুইস দিয়াজের পায়ে, তবে সেখানে জোড়া অ্যাসিস্ট করেছেন সালাহ। পরে একটি গোলও করেছেন এই মিসরীয় তারকা ফরোয়ার্ড।
ইউনাইটেডের মাঠে ম্যাচের প্রথমার্ধেই ব্যবধান দিগুণ করে লিভারপুল। শুরুটা কিছুটা সাধারণ থাকলেও দ্রুতই আক্রমণে ফেরে অল রেডরা। ম্যাচের ৩৫তম মিনিটে মাঝ মাঠে স্বাগতিকদের মিডফিল্ডার কাসেমিরোর ভুলে পিছিয়ে পরে ইউনাইটেড। সেখানে সালাহর ক্রসে দারুণ এক হেডের বল জালের ঠিকানায় পৌঁছে দেন দিয়াজ। এর মিনিট ছয়েক এই সালাহ-দিয়াজ জুটির নৈপুণ্যেই ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা।
পরে ম্যাচের দ্বিতীয়ার্ধে এসে এবার নিজেই গোল করেন সালাহ। পরে আর ম্যাচে ফিরতে পারেনি রাশফোর্ড-গারনাচোরা। এতে ঘরের মাঠে ৩-০ ব্যবধানের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় রেড ডেভিলদের।
এর জয়ে তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে লিভারপুল। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।