জোড়া গোল করে রিয়ালকে জিতিয়ে যা বললেন এমবাপে 

জোড়া গোল করে রিয়ালকে জিতিয়ে যা বললেন এমবাপে 

রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের অভিষেকটা ছিল দারুণ। উয়েফা সুপার কাপের শিরোপা লড়াইয়ের ম্যাচে গোল দিয়ে। তবে লা লিগার শুরুটা ভালো হয়নি এই ফ্রেঞ্চ তারকা ফরোয়ার্ডের। শুরু তিন ম্যাচেই পাননি কোনো গোল। তবে চতুর্থ ম্যাচে এসে জোড়া গোল করে লস ব্লাঙ্কোসের জেতালেন এমবাপে। সেটিও আবার সান্তিয়াগো বার্নাব্যুতে। 

দলকে জিতিয়ে এবং লা লিগায় প্রথমবারের মতো গোল করতে পেরে বেশ উচ্ছ্বসিত এমবাপে। ম্যাচ শেষে তাই বললেন, ‘এটি দারুণ একটি মুহূর্ত। বিশ্বের সেরা এই স্টেডিয়ামে গোল করতে আমি মুখিয়ে ছিলাম।’ 

এমবাপে শুরুর তিন ম্যাচে গোল না পেলেও তাকে সানন্দেই গ্রহণ করেছে রিয়াল সমর্থকরা। তাই তো সমর্থকসহ ক্লাব ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি। ‘এখানে আসার পর থেকে মানিয়ে নিতে ক্লাব, সতীর্থ, সমর্থকরা সবাই আমার সাথে ছিল। রিয়ালের হয়ে গোল করার জন্য এসবই আমার আত্মবিশ্বাস জুগিয়েছে।’ 

তবে শুরুর তিন ম্যাচে যখন গোল পাননি স্বাভাবিকভাবেই এসে যায় চাপে থাকার প্রশ্ন। এমন কিছু জবাবে এমবাপে বলেন, ‘চাপের কিছু নেই, এটা ফুটবল। নিজের মান আমার জানা আছে। কিলিয়ান হতেই এখানে এসেছি। কোনো চাপ নেই। খুশিই আছি এখানে, কাজ করে যেতে চাই।’

সর্বোপরি রিয়ালের জয়কেই এগিয়ে রাখলেন এমবাপে। কারণ আগে ম্যাচে লাস পালমাসের মাঠে ১-১ গোলের ড্র করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা, যা মৌসুমের শুরুর তিন ম্যাচেই দ্বিতীয় ড্র। ‘লাস পালমাসের বিপক্ষে ড্রয়ের পর এই ম্যাচে জিততেই হতো। যদিও কাজটা সহজ ছিল না। তবে আমরা রিয়াল মাদ্রিদ, শেষ পর্যন্ত জিতেছিই।’ 

সম্পর্কিত খবর