আলোক স্বল্পতায় খেলা বন্ধ, নেমেছে বৃষ্টিও
চা বিরতির পর খেলা হলো কেবল এক ওভারের। এর পরেই দুই দলের ক্রিকেটাররা ছাড়লেন মাঠ। না বৃষ্টি বাঁধা নয়, আলোক স্বল্পতার কারণে রাওয়ালপিন্ডিতে বন্ধ রয়েছে চতুর্থ দিনের তৃতীয় সেশনের খেলা।
এখন পর্যন্ত ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। সেখানে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ১৪৩ রান। হাতে আছে পুরো ১০টি উইকেটই।
এদিকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আছে ফ্লাডলাইট। সবগুলো জ্বালিয়েও দেয়া হয়েছিল। তবুও খেলার জন্য সেই আলো পর্যাপ্ত না থাকায় খেলা বন্ধ করেন আম্পায়াররা। এই রিপোর্ট লেখায় সময় রাওয়ালপিন্ডিতে নেমে গেছে বৃষ্টিও। তাই খেলা শুরু হতে বাড়ল অপেক্ষাটাও।
১৮৫ রানের লক্ষ্যটা সাধারণের কাতারের থাকলেও চতুর্থ ইনিংস সাপক্ষে একদম মামুলিও বলা যায় না। তবে জাকির যেভাবে শুরু করেছেন তাতে বলা যায়, লক্ষ্যটা এই তো কাছেই। টেস্টে জাকিরের শুরুটা পুরো টি-টোয়েন্টি ছন্দে। এখন পর্যন্ত জাকির ২৩ বলে অপরাজিত রয়েছেন ৩১ রান। সাদমান ব্যাট করছেন ৯ রানে।