হকির ‘ফজলু ওস্তাদ’ আর নেই 

হকির ‘ফজলু ওস্তাদ’ আর নেই 

হকির সঙ্গে সম্পৃক্ততা অথচ ওস্তাদ ফজলুকে চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। দেশের হকিতে এই মানুষটার অবদান অসামান্য। অনেকটা চমকে দিয়েই না ফেরার দেশে চলে গেলেন তিনি। ওস্তাদ ফজলুর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। 

আজ (বুধবার) সকাল আটটার দিকে পুরান ঢাকার নিজ বাসার বারান্দায় হঠাৎ পড়ে যান ওস্তাদ ফজলু। পরে সঙ্গে সঙ্গে নেওয়া হয়েছিল মিডফোর্ড হাসপাতালেও। তবে সেখানকার ডাক্তাররা তাকে মৃত বল ঘোষণা করেন। মৃত্যুর সময় ফজলুর বয়স ছিল ৫৭ বছর। 

ক্রীড়াঙ্গনে তার অবদানের জন্য সম্মাননা পেয়েছেন বেশ। পেয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের সম্মাননা। এছাড়াও ২০১৬ সালে তৃণমূল কোচ হিসেবে পেয়েছেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের(বিএসপিএ) পুরস্কারও। 

একসময় ঢাকার শীর্ষ লিগে খেলা এই হকি খেলোয়াড়ের পুরো নাম ফজলুল ইসলাম। তবে কোচিং জগতে এসে তাকে সবাই চিনেছে ওস্তাদ ফজলু নামে। রান ঢাকার আরমানিটোলা স্কুলে ছোটদের হকি শেখাতেন তিনি। এছাড়াও রফিকুল ইসলাম কামাল থেকে শুরু করে রাসেল মাহমুদ জিমিসহ পুরান ঢাকা থেকে অনেক খেলোয়াড় তৈরির কারিগর তিনিই। 

দেশের জাতীয় বা যুব দলের দায়িত্ব না পেলেও এই আরমানিটোলা, যাকে অনেনেই ডাকে হকি খেলোয়াড়ের আতুরঘর, এখান থেকেই দেশের হকিকে একাধিক তারকা খেলোয়াড়ের হাতেখড়ির কাজটা সেরেছিলেন ফজলু। 

 

সম্পর্কিত খবর