কেন স্পেন থেকে বিশ্বকাপ সরিয়ে নিতে বললেন ভিনিসিয়ুস?

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৩২ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৪

বর্ণবাদের বিরুদ্ধে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস বরাবরই থাকেন শক্ত অবস্থানে। এমন কিছুর শিকার হয়ে মানসিকভাবে একাধিকবার বিপর্যস্ত হওয়ার কথাও জানিয়েছেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। এবার বর্ণবাদী কর্মকাণ্ডের বিপক্ষে বেশ কড়া সমালোচনায় করে বসলেন তিনি। বর্ণবাদী আচরণের বিষয়টিতে উন্নতি সাধন না করতে পারলে স্পেন থেকে ২০৩০ সালের বিশ্বকাপ আসর সরিয়ে নিতে বললেন ভিনি।

ভিনিসিয়ুস এমন কিছুর সম্মুখীন বেশিরভাগ সময়ে হয়েছেন স্পেনে খেলার সময়েই। মায়োর্কা, সেভিয়া, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া এমনকি বার্সার মাঠে খেলতে গিয়েও বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। এর মধ্যে গেল মৌসুমে তো ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ডও দিয়েছিল স্পেনের এক আদালত। তবে সর্বোপরি এমন ঘটনার অবসান চান ভিনিসিয়ুস, নইলে তার আহ্বান বিশ্বকাপ সরিয়ে নেওয়ার।

সম্প্রতি মার্কিনভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এর প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভিনিসিয়ুস। স্পেনে বিশ্বকাপ হতে এখনো লম্বা সময় বাকি। এতেই ২৪ বছর এই ব্রাজিলিয়ান তারকা আশা এমন কিছু থেকে উতরে উঠবে স্পেন।

এসব নিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘২০৩০ সাল পর্যন্ত আমাদের পরিবর্তনের অনেক জায়গা আছে। আশা করি, স্পেন মানসিকভাবে আরও বিকশিত হবে এবং বুঝতে পারবে যে গায়ের রঙের কারণে কাউকে অপমান করা কতটা গুরুতর। যদি ২০৩০ সালের মধ্যে পরিস্থিতির উন্নতি না হয়, আমি মনে করি আমাদের (বিশ্বকাপ) ভেন্যু সরিয়ে নিতে হবে।’

তবে স্পেনের বড় একটা অংশকে এমন সমালোচনার বাইরেই রাখলেন ভিনিসিয়ুস, ‘স্পেনে অনেক মানুষ আছে, যাদের বেশিরভাগই বর্ণবাদী নয়। ছোট একটি গোষ্ঠী আছে, যারা এমন একটি দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করে।’

২০৩০ সালে বিশ্বকাপ অবশ্য শুধু স্পেনে হবে না। তাদের সঙ্গে যৌথভাবে এই আসর আয়োজন করবে মরক্কো ও পর্তুগাল।

খেলার দুনিয়া | ফলো করুন :