ভুটানের বিপক্ষে লড়তে প্রস্তুত জামালরা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:২৭ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৪

ভুটানের বিপক্ষে তাদের মাঠেই চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার প্রথমটিতে দল দুটি মুখোমুখি হবে আগামীকাল (বৃহস্পতিবার)। শক্তি-সামর্থ্য, পরিসংখ্যানের বিচারে কিছুটা এগিয়েই থাকছে স্বাগতিকরা। এদিকে গেল তিন মাসে কোনো ম্যাচ খেলেননি তারেক-মোরসালিনরা। তবে এই ম্যাচ দুটি সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প এবং অনুশীলন বিচারে ভুটানকে বাংলাদেশ দল কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

বৃহস্পতিবার ভুটানের থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই মাঠেই ২০১৬ সালে এশিয়া কাপের বাছাইয়ে ভুটানের কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে সেই স্মৃতি ফেরাতে চাননা জামালরা। সব মিলিয়ে তাদের মুখোমুখি হতে প্রস্তুত বাংলাদেশ দল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ নিয়ে জামাল বলেন, ‘অবশ্যই আমাদের আরও বেশি ম্যাচ ফিটনেস প্রয়োজন, কিন্তু আমরা ভালো ক্যাম্প করেছি, ভালো প্র্যাকটিস সেশন করেছি। আমি মনে করি, সব মিলিয়ে ভুটানের মুখোমুখি হতে আমরা প্রস্তুত।’

তবে ম্যাচ দুটি এতো সহজ হবে না বলেও জানিয়ে রাখলেন জামাল। ‘আমার ধারণা, দুটি ম্যাচই ভীষণ কঠিন হবে। কেননা, আমরা তিন মাস কোনো ম্যাচ খেলি না। আমরা ক্যাম্প করেছি, কিন্তু ভুটানের খেলোয়াড়দের মতো একই পর্যায়ে নেই।’

এই ভূটান সফরে বাংলাদেশের চিন্তার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে চেনচো গাইয়েলতসেন। ২০১৬ সালের সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন এই ফরোয়ার্ড। সঙ্গে চট্টগ্রাম আবাহনীতে খেলার দরুন বাংলাদেশ দল নিয়ে তার ভালো জানাশোনা আছে। তবে চেনচোকে নিয়ে আলাদা করে ভারতে চান না জামালরা। পুরো দলীয় আক্রমণ রুখতেই ছক কষছে বাংলাদেশ।

‘তাদের দলে চেনচো আছে, যাকে আটকানো কঠিন। সে বাংলাদেশেও খেলেছে। তবে তাদের দলে চেনচো ছাড়াও আরও কয়েকজন খেলোয়াড় আছে, যারা দারুণ। এই খেলোয়াড়দের দিকেও দৃষ্টি রাখতে হবে। কেননা, তারাও বিপজ্জনক। তবে আশা করি, আমরা তাদের সামলাতে পারব।’

খেলার দুনিয়া | ফলো করুন :