অনুশীলনে ব্যস্ত ‘তরুণ নির্ভর আর্জেন্টিনা’

  • নিউজরুম এডিটর
  • ০৯:৪৩ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৪

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী শুক্রবার (৭ সেপ্টেম্বর) চিলির বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি কেন্ড্র করেই এই মুহুর্তে কঠোর অনুশীলনে ব্যস্ত আলবিসেলেস্তেরা। বুয়েন্স এইরেসের ইজিজায় ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে দলের সদস্যরা।

গেল কোপা আমেরিকা আসরে চোটে পড়ে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। তার ক্লাব ইন্টার মায়ামি কিংবা জাতীয় দল, কোনো দলের হয়েই অনুশীলনে এখন পর্যন্ত নামতে পারেননি এই কিংবদন্তি ফুটবলার। তাকে ছাড়াও আর্জেন্টিনার প্র্যাকটিস এরিনাও যেন কিছুটা বিষন্ন।

অভিজ্ঞদের মধ্যে জাতীয় দল থেকে সম্প্রতি অবসরে গেছেন বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আনহেল দি মারিয়া। পুরো আর্জেন্টাইন স্কোয়াডেই সিনিয়র বা অভিজ্ঞ খেলোয়াড়ের সংখ্যা নেই বললেই চলে। আর্জেন্টাইন শিবিরে এখন প্রতিটি বিভাগেই তরুণ এবং নতুন ফুটবলার। যাদের চোখে স্বপ্ন আগামী বিশ্বকাপেও ভালো কিছু করে দেখানো।

মেসি দলের হয়ে মাঠে নামতে না পারলেও নিজেদের আত্মবিশ্বাস হারাচ্ছে না দলের তরুণরা। বরং মেসি-দি মারিয়ার মতো অভিজ্ঞদের অভাব পূরণ করতে নিজেদের সেরাটাই মাঠে ঢেলে দিতে প্রস্তুত তারা।

ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ বলেন, ‘আমাদের সব সময় যে কোন পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। এটাই ফুটবলারদের কাজ। মেসি নেই , ডি মারিয়া অবসরে গেছে। ওরা আমাদের প্রাণ। সব সময় দলকে চাঙ্গা করে রাখার অদ্ভূত শক্তি ওদের আছে। কিন্তু কিছু করার নেই আমাদের এগিয়ে যেতে হবে। মেসি, মারিয়াদের ছাড়া খেলা আমাদের জন্য চ্যালেঞ্জিং।’

বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আলবিসেলেস্তেরা, তাদের পয়েন্ট ১৫ পয়েন্ট। ৫ পয়েন্ট নিয়ে টেবিলের আটে থাকা চিলির বিপক্ষে মেসিকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে।

খেলার দুনিয়া | ফলো করুন :