মেসিকে ছাড়াই ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন দুই মার্তিনেজ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৩০ এএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৪

ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন গেল বছর। লিওনেল মেসির ঝুলিতে ব্যালন ডি’অর সংখ্যা আর বাড়ছে না, অন্তত চলতি বছর তো বটেই। বিষয়টা জানা ছিল আগে থেকেই। গত রাতে বিষয়টা নিশ্চিত হয়ে গেল অনেকটাই। 

বুধবার রাতে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ পেয়েছে। সেখানে ছড়াছড়ি রিয়াল মাদ্রিদের সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল আর ইউরোজয়ী স্প্যানিশ খেলোয়াড়দের। 

মেসি চলতি বছর কোপা আমেরিকা জিতেছেন। তবে তাতে পারফর্ম করতে পারেননি তিনি। একটি করে গোল করেছেন, করিয়েছেন। তার আগে মেজর লিগ সকারেও তো চোটের কারণে খেলতে পারেননি অর্ধেকের কাছাকাছি মৌসুম। যার ফলে তার নামটা অবধারিতভাবেই নেই এবারের সেরা খেলোয়াড়দের তালিকায়। 

ওদিকে তার দলের সেরা দুই পারফর্মার ছিলেন দুই মার্তিনেজ। এমিলিয়ানো আর লাওতারোদের দুজনই আছেন এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়।

কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে পারফর্ম করতে না পারলেও ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ পারফর্ম করে ভিনিসিয়াস জুনিয়র বনে গেছেন এবারের ব্যালন ডি’অরের ফেভারিট। রিয়াল মাদ্রিদের আরও খেলোয়াড় আছেন এখানে। জুড বেলিংহ্যাম, দানি কারভাহাল, টনি ক্রুস, অ্যান্টোনিও রুডিগার আছেন তালিকায়। আছেন কিলিয়ান এমবাপেও, যিনি সবশেষ দলবদলে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন। 

কারভাহালের সঙ্গে এই তালিকায় ইউরোজয়ী স্প্যানিশ আছেন অনেক। আলেহান্দ্রো গ্রিমালদো, দানি অলমো, রদ্রি, নিকো উইলিয়ামস, লামিন ইয়ামালদের উপস্থিতি আছে এখানে। ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনও আছেন।

কোচেদের মধ্যে ফেভারিট ধরা হচ্ছে জাবি আলনসোকে। সবশেষ বুন্ডেসলিগা মৌসুমে তার দল বেয়ার লেভারকুজেনকে তিনি অপরাজিত রেখে লিগ জিতিয়েছিলেন। আছেন রিয়াল মাদ্রিদকে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ কার্লো আনচেলত্তি, স্পেনকে ইউরো জেতানো লুইস দে লা ফুয়েন্তেও। 

নারীদের এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় সবার আগে থাকবেন স্পেন ও বার্সেলোনার ফরোয়ার্ড আইতানা বোনমাতি। সাবেক ব্যালন ডি’অর জয়ী আদা হেগারবার্গ, অ্যালেক্সিয়া পুতেয়াসরাও আছেন এই তালিকায়। আছেন যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকের সোনা জেতা সোফিয়া স্মিথ, ম্যালোরি সোয়ানসন, ট্রিনিটি রডম্যান, লিনজি হরান, অ্যালিসা নেহাররাও।

শেষমেশ এই পুরস্কারগুলো কাদের হাতে উঠবে, তা জানা যাবে আগামী ২৮ অক্টোবর। 

খেলার দুনিয়া | ফলো করুন :