ফিনল্যান্ডের মিলিটারিতে তারিক কাজী, শুভকামনা জানালেন দলকে
বাংলাদেশ দল আর কিছুক্ষণ পরই ভুটানের মাটিতে প্রীতি ম্যাচে খেলতে নামবে। তবে ঠিক এই সময়ে এসে ডিফেন্ডার তারিক কাজীকে পাবে না দলটা। কারণ তারিক এখন ব্যস্ত ফিনল্যান্ডের মিলিটারি সার্ভিসে। তবে সেখানে গিয়েও ভুলে যাননি দলকে, তারিক ভিডিওবার্তায় শুভকামনা জানিয়েছেন সতীর্থদের।
জন্মগতভাবে ফিনল্যান্ডের নাগরিক তারিক কাজী। সে দেশের সংবিধান অনুসারে ১৮ বছর পেরোনোর পর যে কোনো পুরুষকেই বাধ্যতামূলকভাবে ৬, ৯ কিংবা ১২ মাস মিলিটারিতে কাটাতে হবে।
জুন মাসে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরপরই তারিক চলে গেছেন ফিনল্যান্ডে। সেখানে তিনি এখন আছেন মিলিটারিতে। এরপর থেকে তিনি কোনো প্রকার ক্লাব বা জাতীয় দলের কার্যক্রমের সঙ্গেও যুক্ত হতে পারছেন না।
গেল সপ্তাহে বাংলাদেশ দল থিম্পুতে গিয়েছে প্রীতি ম্যাচ খেলতে। সেখানে গিয়ে পাহাড়ে হাইকিংয়ে গেছে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এরপর প্রস্তুতি শেষ করে আজ মাঠে নামবে বাংলাদেশ। তাদের শুভকামনা জানিয়ে তারিক বলেন, ‘বাংলাদেশ জাতীয় দল আজ ভুটানের বিপক্ষে খেলবে। তাদের জন্য শুভকামনা রইল।’
সেই দলের সঙ্গে নেই তারিক। তাই তাকে নিয়ে বেশ কানাঘুষাও হচ্ছিল। সেটা তিনি নিজেই আজ পরিষ্কার করেছেন। বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে এখানে থাকতে পারলে আনন্দিত হতাম। কিন্তু এখন আমি ফিনল্যান্ডে আমার বাধ্যতামূলক মিলিটারি সার্ভিসে ব্যস্ত, তাই সেখানে থাকতে পারছি না।’
তিনি শিগগিরই ফুটবলে ফিরতে চান বলে জানিয়েছেন সে বার্তায়। তার কথা, ‘আমি শিগগিরই তোমাদের সঙ্গে দেখা করতে চাই। জাতীয় দল আর বসুন্ধরা কিংসে ফিরতে চাই। সে পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল। জয়ের জন্য লড়ে যাও বন্ধুরা।’
জুলাই মাসে মিলিটারিতে যোগ দিয়েছেন তারিক। আগামী বছর জানুয়ারিতে তিনি ফিরবেন। বাফুফে তার এই প্রক্রিয়াটি পিছিয়ে দিতে ফিনিস সরকারকে অনুরোধ করেছিল। যদিও সে অনুরোধ রাখেনি ফিনিস সরকার।