৮ বছর আগেই ‘বিশ্বকাপ’ জিতে গেছেন রোনালদো!
পর্তুগাল কখনোই বিশ্বকাপ জিততে পারেনি। তাদের সর্বোচ্চ সাফল্য সেমিফাইনালে খেলা। সেটাও মোটে দুবার খেলেছে দলটা। আর তাই ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহারথীরও নামের পাশে নেই কোনো বিশ্বকাপ। তবে সম্প্রতি তিনি জানালেন, বিশ্বকাপ জেতার মতো কীর্তি বহু আগেই গড়ে ফেলেছেন তিনি।
গত রাতে এমন এক কীর্তি গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যা বর্তমানে সক্রিয় কোনো ফুটবলারের নেই। ৯০০তম গোল করেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে। তবে এরপরই তিনি ফুটবল বিশ্বকে রীতিমতো নাড়িয়ে দিয়েছেন এক কথায়।
তিনি বলেছেন, পর্তুগালের হয়ে ইউরো জেতাই বিশ্বকাপ জেতার সমতূল্য! আরপিটি৩কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এ কথা। তার ভাষ্য, ‘পর্তুগাল ইউরো জেতাই বিশ্বকাপ জেতার সমান।’
২০১৬ সালে ইতিহাসে প্রথম বারের মতো কোনো মেজর ট্রফির ছোঁয়া পায় পর্তুগাল। এরপর দলটা উয়েফা নেশন্স লিগও জিতেছে। রোনালদো জানালেন, সেই দুই ট্রফিই তার মন ভরিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমি পর্তুগালের হয়ে দুটো শিরোপা জিতেই গেছি যা আমি খুব করে চেয়েছি। তাই বিশ্বকাপ আর আমাকে টানে না।’
২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ১-০ গোলে হারের পর রোনালদো কান্নাভেজা চোখে বিদায় নিয়েছিলেন। তবে সবশেষ এ সাক্ষাৎকারের কথা জানান দিচ্ছে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সন্তুষ্টি এখন চলে এসেছে রোনালদোর মনে।