চলে গেলেন বাংলাদেশের সাবেক টেবিল টেনিস তারকা

চলে গেলেন বাংলাদেশের সাবেক টেবিল টেনিস তারকা

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের দীর্ঘদিনের কার্যনির্বাহী পরিষদের সদস্য গোলাম মারুফ মনা আজ (শনিবার) সকালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। গাইবান্ধা গোরস্থান জামে মসজিদে, বাদ এশা তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাযার পরে গাইবান্ধা পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

বাংলাদেশের সাবেক এই টেবিল টেনিস তারকার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশের টেবিল টেনিস ফেডারেশন সহ পুরো ক্রীড়াঙ্গনের সদস্যরা।

গোলাম মারুফ মনা শুধু টেবিল টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী সদস্যই ছিলেন না, তিনি গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছিলেন।

উনি নিজেও বাংলাদেশের একজন টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন। খেলা থেকে অবসরের পর তার হাত ধরেই বহু খেলোয়ারের জন্ম হয়েছে। শুধু তাই নয়, বর্তমানে চীনে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ শিবিরেও রয়েছে তাঁর তৈরি খেলোয়াড় ও কোচ।

সম্পর্কিত খবর