এই জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল: রদ্রিগো
‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। জয়টা প্রয়োজনও ছিল। আমরা ভালো না খারাপ খেলেছি, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো গোল করা। দলকে জেতাতে পেরে ভালো লাগছে।’
ম্যাচ শেষে এই কথাগুলো বলেন রদ্রিগো। তার একমাত্র গোলেই আজকের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এতেই বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ পর জয়ের দেখা পেল সেলেসাওরা। তাই তো ম্যাচে পারফর্মের খাতাটা সাদামাটা থাকলেও দলের জয়কেই প্রাধান্য দিলেন ম্যাচ জয়ের নায়ক রদ্রিগো।
বিশ্বকাপ বাছাইয়ে গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্র করেছিল ব্রাজিল। পরের তিনটি ম্যাচেই হেরেছে ভিনিসিয়ুস-রদ্রিগোরা। অবশেষে জয়ের দেখা পেল দরিভাল জুনিয়রের দলটি। আগামী মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।
পুরো ম্যাচে ব্রাজিল সেভাবে চেনাতে পারেনি নিজেদের জাত। এমন ছন্দ খুঁজতে থাকা অবস্থায় এমন জয় দলকে আত্মবিশ্বাস জোগাবে হবে আশা রদ্রিগোর- ‘জানতাম, ম্যাচটি কঠিন হবে। আশা করি, এই জয় আমাদেরকে আরও ভালো হয়ে উঠতে সহায়তা করবে।’
এদিকে ব্রাজিলের মাঠে ইকুয়েডরের এমন দাপট যেন মানতেই পারছেন না রদ্রিগো। সেই জায়গাতেই আরও উন্নতি করতে বলেও জানালেন তিনি- ‘ইকুয়েডর ম্যাচে বিভিন্ন সময়ে দাপট দেখিয়েছে। এটা হতে পারে না, বিশেষ করে আমাদের ঘরের মাঠে। আমরা উন্নতি করব এবং পরের ম্যাচটি জিতব।’